অনেক সফটওয়্যার হয়ত ব্যাবহার করে দেখেছেন।
আজ আমরা ডিজে তৈরি করব কিন্তু কোন সফটওয়্যার ছাড়াই।
আমরা এটা করব অনলাইনে একটা ওয়েবসাইটের মাধ্যমে।
তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকুনঃ- ক্লিক হেয়ার
নিচের মত একটা ওয়েবসাইট অপেন হবে।
Online DJ Mixer – Bengali Tutorial
নেট স্পীড যদি ভালো থাকে সহজেই প্লে নিয়ে নেবে এবং আপনি নিজের মত করে বাজাতে পারবেন।
ডান পাশে উপরে পছন্দের গান খোজার জন্য সার্চ ইঞ্জিন রয়েছে।
Online DJ Maker Bengali Tutorial
আশা করি সবাই মজা পাবেন।
আজ আর কিছু লিখলাম না।
0 comments:
Post a Comment