যদি না থাকে তাহলেও জেনে রাখতে পারেন, কোনদিন কাজে লেগে যেতে পারে।
এটা ডেভলপারদের জন্য তৈরি গুগলের তৈরি একটা ফ্রি টুল।
Page Speed Checker By Google – Bengali Tutorial
তার এই লিংকে ক্লিক করনঃ- ক্লিক হেয়ার
ক্লিক করার পর গুগল ডট কমের মত একটা সাইট দেখতে পাবেন, যেখানে একটা সার্চ ইঞ্জিন মত রয়েছে।
সার্চ বক্সে আপনার ওয়েবসাইটের নাম লিখুন এবং ANALYZE লেখাতে ক্লিক করুন।
কিছুক্ষনের ভিতর ওয়েবসাইট সম্পর্কে সমস্ত তথ্য আপনার সানে উপস্থিত হবে।
উপরের ছবিতে দেখুন আমি গুগল ডট কম লিখে সার্চ করেছি।
এটার উপকারিতা কি?
এটা দিয়ে দেখতে পারবেন আপনার সাইটের লোডিং স্পীড কেমন।
যদি লোডিং স্পীড কম হয়, তাহলে তার কারন কি কি সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া কি কি করলে আপনার ওয়েবসাইটের লোডিং স্পীড বাড়বে, সেগুলোও আপনাকে বলে দেওয়া হবে।
যে কাজ গুলো আপনাকে করতে বলবে,
সেগুলো হল আপনার সাইটের ত্রুটি।
সেগুলো ঠিক করলেই আপনার সাইটের গতি বেড়ে যাবে।
0 comments:
Post a Comment