:user: vai
শুভ রাত্রি
www.itsomadhan.blogspot.com

Translate

Tuesday, June 9, 2015




আমরা অনেকেই নিজের web/wap সাইট বানাই…এটা করি,সেটা করি।
সময় আর টাকা নষ্ট করি।যারা শত শত ডলার আয় করেন তারা এঈ পোষ্ট থেকে দূরে থাকুন…কেননা এটা দিয়ে শত শত ডলার আয় করা খুবই কষ্টকর তবে দক্ষ হলে অনেক আয় করতে পারবেন।
কিন্তু আপনারা চাইলে সহজেই অনলাইনে মজা করার পাশাপাশি আয়ও করতে পারবেন।
আর সবার আগে বলে নেই,আমি যে পধতিতে আয় করা শেখাব এইটা ১০০% কাজ করে…আর উপায় টা খুবই সহজ আর যেই সাইট থেকে করবেন তা বিশ্বস্ত বাংলাদেশী website(wap4dollar).




তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই…
যেহেতু সব দায়ভার আমি নিয়েছি,সেহেতু একদম clear করে step by stepদিচ্ছি যাতে কাজ করতে কোন সমস্যা না হয়।
নিয়মাবলিঃ
১.একটা IP থেকে একটাই account খোলা যায়(একাধিক খুললে ব্লক হবেন,ওই ডিভাইস দিয়ে আর আয় করতে পারবন না)
২.আপনার একটা web/wap সাইট থাকতেই হবে।web/wap সাইট এ ভিজিটর যত বেশী হবে আপনার পয়েন্ট তত বারবে।
৩.প্রতিটি web/wap সাইট visitor এর click এ আপনি পাবেন ১ পয়েন্ট ।একজন visitor ২৪ ঘন্টায় ১টাই ক্লিক করতে পারবে।
৪. ১০০০পয়েন্ট = ১ডলার (কিন্তু ৭০টাকা)
৫.আপনি ২০০পয়েন্ট হলেই payout করতে পারবেন।(২০০পয়েন্ট = ০.২ডলার = ১৪টাকা,মানে আপনি ১৪টাকা থেকেই টাকা তুলতে পারবেন)
৬.আপনি আপনার ডলার/টাকা PayPal,Money bookers, Payza , B kash,Mobil Recharge এর মাধ্যমে তুলতে পারবেন ।
৭.কারো Referrral link দিয়ে account খুললেই আপনি পাবেন ২০ পয়েন্ট বোনাস ।
৮.আপনার Referrral এ কেউ account খুললে আপনিও পাবেন ২০পয়েন্ট। যতজন কে Referr করবেন তত ২০ পয়েন্ট পাবেন।
৯.Request Payout করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনি টাকা/ডলার পেয়ে যাবেন।
১০.আইপি হাইড করে ক্লিক করলে সেই ক্লিক গ্রহনযোগ্য হবেনা।

কাজের ধাপঃ

১. প্রথমে এখান থেকে সাইন আপ করুন। আমি আমার Referral link দিয়ে দিলাম।যাতে আপনি সাইন আপ করলে ২০ পয়েন্ট পান আর আমিও ২০ পয়েন্ট পাই।
ছবির মত পেজ আসবে সাইন আপ এর কাজ একধম ইজি...
ব্লগার থেকে আয়ের উপায়
এবার আপনি যদি ব্লগারে ব্লগ করে থাকে তাহলে 'get javascript code" থেকে কোডটি নিয়ে আপনার ব্লগারের লে-আউটের বিভিন্ন প্লেসে বসিয়ে দিন,আর 'direct ad link" থেকে HTML কোড নিয়ে ব্লগে পোষ্টের ভেতর যেখানে মন চায় বসিয়ে দিন,ভিজিটর এড এ ক্লিক করলেই টাকা,আর ওরা এডাল্ট এড কোড দিয়ে থাকে তার জন্য আপনি যদি এডাল্ট কন্টেন্ট নিয়ে ব্লগ করেন তাহলে ভাল আউটপুট পাবেন।

আপনি কাউকে রেফার করেতে চাইলে এই লিঙ্ক দিয়ে বা web/wap সাইটে  html কোড দিতে পারেন…আপনার Referral এ কেউ account খুললে আপনিও পাবেন ২০পয়েন্ট। যতজন কে Referr করবেন তত ২০ পয়েন্ট পাবেন।যেমন আপনি আমার Referr এ হলে আমি ২০পয়েন্ট পাবো।

এদের পে-আউট সুবিধা সবচেয়ে ভাল।Request Payout করার পর ২৪ ঘন্টার মধ্যে আপনি টাকা/ডলার পেয়ে যাবেন।আপনার পয়েন্ট ২০০ হলেই Request Payout দিতে পারবেন।।(২০০পয়েন্ট=০.২ডলার=১৪টাকা) মানে আপনি ১৪টাকা থেকেই টাকা তুলতে পারবেন ।

Blogger এ ব্লগিং করা নিয়ে হেল্প লাগলে আমাদের হোম পেজে উপরে Contact থেকে আমার সাথে যোগাযোগ করুন।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page