প্রিয় টেকপ্রাণ ভাইয়েরা কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
আজ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি কম্পিউটারের কীবোর্ডের F1 থেকে F12
পর্যন্ত প্রতিটি বাটনের কাজ। যা আমাদের জানা অতি প্রয়োজনীয়। বিপদে কাজে
লাগতে পারে। তাই জেনে নেয়াটাই মনে হয় ব্যাটার হবে। তো চলুন দেখে নেই এই
কীগুলোর কাজঃ
F1- এটি একটি সাহায্যকারী বাটন। মূলত যেকোনো প্রোগ্রামে ঢুকে F1 চাপলে এর হেল্প মেনু চলে আসে।
F2- মূলত এটি দিয়ে যেকোনো ফাইল বা ফোল্ডারকে রিনেম করার জন্য ব্যবহার করা
হয়ে থাকে। যে ফাইলটিকে রিনেম করতে চান, সেটি সিলেক্ট করে F2 চাপলেই
সর্টকাটে রিনেম করতে পারবেন।
F3- এর সাহায্যে বিভিন্ন প্রোগ্রামের সার্চ অপসানটি দেখাতে পারবেন। ফলে যেকোনো ফাইল সহজেই পেয়ে যাবেন।
F4- Ctrl+F4 চেপে ওপেন থাকা সকল উইন্ডো ক্লোজ করা হয়। Alt+F4 চেপে সকল এক্টিভ প্রোগ্রাম বন্ধ করা হয়ে থাকে।
F5- এই বাটনটির সাহায্যে যেকোনো ওয়েবপেজ সহ সকল প্রোগ্রাম রিফ্রেশ করা হয়ে থাকে।
F6- এই কী টি দিয়ে মাউসের কার্সর বা তীরটিকে ওয়েব এড্রেস লেখার জায়গায় নিয়ে যায়।
F7- Shitf+F7 চেপে সিলেক্ট করা কোনো শব্দের বিপরীত শব্দ, প্রতিশব্দ বের করা যায়। F7 চেপে শব্দের বানার (spelling) চেক কার হয়।
F8- পিসি বা অপারেটিং চালুর সময় এটি পিসির BIOS এ নিয়ে যাবে। (সকল পিসিতে এই বাটনটি কাজ করবে না। একেক পিসির জন্য একেক বাটন)
F9- কোয়ার্ক এক্সপ্রেস ৫.০ এর টুলবারটি এই বাটনের সাহায্যে দ্রুত খোলা যায়।
F10- এই বাটনের সাহায্যে এক্টিভ কোনো উইন্ডো নির্বাচন করা হয়।
F11- এই বাটনের সাহায্যে ওয়েব ব্রাউজারকে ফুল স্কীন করা হয়।
F12- Ctrl+Shift চেপে ফাইল প্রিন্ট, Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল সেভ এবং F12 চেপে Save উইন্ডো প্রদর্শিত হয়।
F1 থেকে F12 পর্যন্ত প্রতিটি বাটনের আরো অনেক মজার মজার কাজ রয়েছে। যা হয়ত
আমার পক্ষে দেয়া সম্ভব না। হয়ত বা অন্য টিউনার তা শেয়ার করতে পারে। তাই বলে
আমার উপর রাগ কইরেনা।
আজ টিউনটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন।
:user: vai
0 comments:
Post a Comment