:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Sunday, May 31, 2015


আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন।
আজ আমি আপনাদের একটি রিকভারী সফটওয়্যার শেয়ার করবো। শুরুতেই জেনে নেয়া যাক রিকভারী সফটওয়্যার মানে কী?
আমরা যখন কোনো ফাইল পিসি থেকে ডিলেট করে দেই, তখন আবার যে সফটওয়্যারের মাধ্যেমে উদ্ধার করা হয় তাই হল রিকভারী সফটওয়্যার। আজ আমি আপনারদের চমৎকার একটি রিকভারী সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। এর নাম হল Puran File Recovery. এর সাহায্যে আপনি আপনার ডিলেট হওয়া সকল ফাইল উদ্ধার করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হল, আপনার পিসি কিনার সময় থেকে এ পর্যন্ত যত ফাইল ডিলেট করেছেন তা রিকভার করতে পারবেন। তো চলুন এটির ব্যবহার বিধি জেনে নেইঃ
Recovery 1.jpg
১.প্রথমে আপনি এখান থেকে Puran File Recovery সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল দিন।
২.এবার আপনি যে ড্রাইবের ফাইল রিকভার করতে চান সেই ড্রাইবটি সিলেক্ট করুন।
৩.এবার Scan এ ক্লিক করুন। তাহলে আপনার ডিলেট হওয়া ফাইলের লিষ্ট দেখতে পাবেন।
৪.এবার যে যে ফাইলগুলো রিকভার করতে চান সেই ফাইলগুলোর পাশে টিক দিন। আপনি চাইলে Select All দিতে পারেন।
৫.এবার উপরের মেনু থেকে Recover ক্লিক করুন।
৬.এবার আপনি কোন ফোল্ডারে ফাইল সেভ করবেন তা সিলেক্ট করে সেভ করুন।
ব্যাস আপনার হারানো ফাইল পেয়ে গেলেন। এ পদ্ধতিতে আমি ৩ জিবির ফাইল পর্যন্ত রিকভার করেছি।

উপরের পদ্ধতিতে আপনি কয়েক মাস আগের ডিলেট হওয়া ফাইল উদ্ধার করতে পারবেন। আপনি যদি পিসি কেনা থেকে শুরু করে এ পর্যন্ত যত ফাইল ডিলেট করেছেন রিকভার করতে চান তবে উপরের মেনু থেকে Deep scan, Full scan ও Find lost files এ টিক দিয়ে রিকভার দিন। তাহলে সব পেয়ে যাবেন। নিচের ছবিতে দেখুনঃ


Recovery 2.jpg
কিছু না বুঝলে কমেন্ট করুন। আর আপনার মতামত জানান।।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page