:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Saturday, May 30, 2015

নেকে ওয়েব ডিজাইন শিখতে চাই, আবার অনেকে এইচটিএমএল শিখতে চাই।
যারা নতুন তাদের মাথা এইজন্য বিগড়ে যায় যে তারা কি সিখবে কি করার জন্য!

প্রধান কথা আমাদের শেখানোর মত লোক বা প্রতিষ্ঠান নেই, তাই অনেক প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশে।
তো যারা এইচটিএমএল শিখতে চান শুরু করুন…
আগে মাথা ঠান্ডা করে নেন।
তারপর পড়ুন…
এইচটিএমএল কি ?
HTML Bengali Tutorialএইচ টি এম এল (HTML) হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (HyperText Markup Language)।
ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সবায় জানেন, তারমানে বোঝা গেল এইচটিএমএল হল একটি ভাষা।

এটি একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, যেটা ওয়েবসাইট ও অ্যাপ্লিকেসান বানাতে কাজে লাগে।
আপনার যদি ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করার ইচ্ছা থাকে তাহলে এটা দিয়েই শুরু করা উচিত।

তারপর আরও অনেক কিছু শেখার আছে।
আমি ধারাবাহিক ভাবে এখানে এইচটিএমএল নিয়ে টিউটোরিয়াল করব।

 এই পর্বে আমি শুধু এইচটিএমএল কি সেটা সম্পর্কেই বলব।
এর পরের পর্ব থেকে আমরা ধিরে ধিরে এইচটিএমএল শিখতে থাকব।
আপনি যখন ওয়েবসাইট বা ওয়েবপেজ ওপেন করবেন তখন কিছু কিছু সাইটে থাকার সময় অ্যাড্রেসবারে দেখবেন শেষে .html লেখা আছে।
তাহলে বুঝবেন যে ঐ সাইট বা পেজটা এইচটিএমএল দিয়ে তৈরি।
কি কি প্রয়োজন এটা শিখতে ? 
যেহেতু এটি কোড লিখে লিখে তৈরি করতে হয়, তাই কোড লেখার জন্য আমরা নোটপ্যাড ব্যাবহার করব।
আর নোটপ্যাড তো সবার পিসিতেই আছে।
তৈরি করা এইচটিএমএল ফাইল আমরা কিসে দেখতে পাই পলুন তো?
ব্রাউজারে, তাইতো ?
তাই আমাদের তৈরি করা এইচটিএমএল ফাইল দেখার জন্য একটা ব্রাউজারের প্রয়োজন হবে।
আশা করি ব্রাউজারও আপনাদের পিসিতে রয়েছে।
বর্তমানে এইদুটো জিনিস দিয়েই কাজ করব আমরা।
এগুলো না থাকলে গুছিয়ে রাখুন।
HTML Bangla Tutorial

আপনি কখনো ভাববেন না যে আপনি পারবেন না।
আমি বলছি আপনি পারবেন, একটু চেষ্টা আর একটু ধৈর্য থাকলেই আপনি পারবেন।
তবে আবার এইরকম ভাববেন না যে কিছুদিনের ভিতরেই সব শিখে যাবেন।
তবে আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেখানোর।
আজ এইপরজন্তই, পরবর্তী টিউটোরিয়াল পড়তে সাথে থাকুন।
আর আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে প্লিজ মন্ত্যব্য করে জানাবেন।
তাহলে আমাদেরও টিউটোরিয়াল লেখার আগ্রহটা বাড়বে।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page