:user: vai
Translate
Friday, April 15, 2016
যোগাযোগ মাধ্যম ফেসবুক সেটি আর নতুন করে বলার কিছু নেই। প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন প্রায় ৯৬ কোটি সক্রিয় ব্যবহারকারী। আর এই বিপুল পরিমাণ ব্যবহারকারী প্রতিদিন এখানে আপলোড করছেন বিপুল পরিমাণ ছবি, ভিডিও পোস্ট, পাঠাচ্ছেন ম্যাসেজ। আপনি কি জানেন প্রতি মিনিটে ফেসবুকে কী ঘটছে? না জানলে চলুন জেনে নেওয়া যাক- ১. প্রতি মিনিটে ফেসবুকে যুক্ত হয় প্রায় ৫০০ নতুন অ্যাকাউন্ট। ২. ফেসবুক প্রতি মিনিটে
আয় করে ১১,৭০০ ডলার। ৩. প্রতি মিনিটে ফেসবুক ব্যবহারকারীরা শেয়ার করেন ৩,২৯৮,৬১১টি ছবি, ভিডিও এবং অন্যান্য লিংক। ৪. ফেসবুকে ১৩,৮৮৮টি অ্যাপ ইন্সটল করা হয় প্রতি মিনিটে। ৫. ফেসবুক ব্যবহারকারীরা প্রতি মিনিটে গড়ে ১ লাখ ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে থাকেন। ৬. ৪১৬টি অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে যায় প্রতি মিনিটে। ৭. ফেসবুকে বিভিন্ন ছবি, ভিডিও ও পোস্টে প্রতি মিনিটে লাইক পড়ে গড়ে ৩,১২৫,০০০টি। ৮. ফেসবুক ব্যবহারকারীরা প্রতি মিনিটে ৩২৩ দিনের সমান ভিডিও এখানে দেখে থাকেন। ৯. প্রতি মিনিটে ফেসবুকে ৫০ হাজারেরও বেশি লিংক শেয়ার করা হয়ে থাকে। ১০. ফেসবুক ব্যবহারকারীরা প্রতি মিনিটে আপলোড করেন ২৪৩,০৫৫টি ছবি।
Subscribe to:
Post Comments (Atom)
the info old now it-'s very high
ReplyDelete