:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Friday, April 15, 2016

আপনি কি জানেন, এক মিনিটে ইন্টারনেট এর জগতে কি ঘটে ?? :-* :-* তা আপনাকে জানাতে ক্যাশব্যাক সাইট Qmee প্রকাশ করেছে একটি গ্রাফ। তাতে দেখা গেছে, মাত্র এক মিনিটে ২১০,০০০ ছবি শেয়ার হয় ইন্সট্রাগ্রামে, £54,000 ($83,000) বিক্রি হয় অ্যামাজনে, ১.৮ মিলিয়ন লাইক পরে ফেসবুক এ। এমনকি তিন দিনের সমপরিমাণ ভিডিও আপলোড হয়। :D :D




গুগল ১ মিনিটে ২ মিলিয়ন সার্চ করে। যা কিনা আগের থেকে বেড়েছে প্রায় ৪ গুন। ইউটিউব এ ভিডিও আপলোডের পরিমান বেড়েছে ২৫ ঘণ্টার সমপরিমাণ। /:)

গ্রাফে দেখানো হয়, এই সময়ে ৭০ টি নতুন ডোমেইন রেজিস্টার করা হয় ইন্টারনেট এ, এবং ৫৭১ টি নতুন ওয়েবসাইট প্রকাশ করা হয়। ফেসবুক এ পোস্ট করা হয় ২১৬,০০০ ফটো, ২৭৮,০০০ টুইটস হয় এই একই সময়ে। গো-গ্লোব নাম আরেকটি সাইটের করা ১ মাসের আগের গ্রাফ থেকে এবারের গ্রাফে মেইল আদান প্রদান করায় দেখা যায় নতুন মেইল আদান প্রদান এর সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ মিলিয়ন। সুতরাং এখন এক মিনিটে মেইল আদান প্রদান করা হয় প্রায় ২০৪ মিলিয়ন। :|| :|| :||

বন্ধুদের সাথে এখন মানুষ ১.৪ মিলিয়ন মিনিটের সমপরিমাণ চ্যাট করে স্কাইপিতে, যা গত বছরে ছিল ৩৭০,০০০ মিনিটের সমান।



প্রতি সেকেন্ডে ফেসবুক স্ট্যাটাস আপডেট হয় ৪১,০০০ টি, প্রতি মিনিটে যা কিনা ২৪৬,০০০ টি, যদিও তা আগের থেকে কমেছে।

সোশ্যাল মিডিয়া মনিটরিং কোম্পানি ব্র্যান্ডওয়াচ বলেছে প্রতি ১৫০ টি ইংলিশ ওয়ার্ড এর প্রতি ১ টি ভুলভাবে লিখা হয়, ফেসবুক এ প্রতি ৩২৩ টার একটি, আর গুগল প্লাসে যার সংখ্যা প্রতি ২৩৮ টির একটি। অনলাইন ফোরাম গুলোতে প্রতি ৫৫৬ টি ওয়ার্ড এর ১ টি ভুল ভাবে লিখা হয়। :-/ :-/

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page