:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Sunday, August 2, 2015

এই টিউনটি প্রথম প্রকাশ হয় টিটি থেকে এবং টিউন করেছেন  সানিম মাহবীর ফাহাদ
 বর্তমান সময়ে নিজের একটা সুন্দর ওয়েব সাইট থাকা মৌলিক চাহিদার মতো হয়ে দাড়িয়েছে। নিজের কোন ওয়েব সাইট না থাকলে কেমন যেন আপডেট মনে হয় না নিজেকে। চাহিদাটা সবার থাকলেও সবার কিন্তু নিজের কোন ওয়েব সাইট নেই। এর পেছনে কারন হলো, ওয়েব সাইট তৈরী করার জন্য যতোটুকু প্রফেশনাল জ্ঞানের প্রয়োজন ততোটুকু আমাদের অধিকাংশের মাঝে নেই। তবে নেই বলে থেমে থাকলে চলবে না, আপনার চাহিদা যেহেতু আছে সেহেতু যোগান অটোমেটিক হয়ে যাবে। না হলে আমি তো আছিই। আজ আপনার জন্য আমি হাজির হয়েছি প্রফেশনাল মানের ওয়েব সাইট তৈরীর সফটওয়্যার নিয়ে। ঘাবড়ানোর কোন কারন নেই, কারন খুব সহজে একটা বাচ্চা ছেলের মা ও ওয়েব সাইট তৈরী করতে আমার দেওয়া সফটওয়্যার দিয়ে। আর হ্যাঁ, এটা অবশ্যই বিশ্বের সেরা ওয়েব সাইট তৈরীর সফটওয়্যার। তাহলে চলুন শুরু করা যাক-

২০১৫ সালে সেরা দশে থাকা সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ওয়েব সাইট তৈরীর সফটওয়্যারগুলোর নাম এবং মূল্য তালিকা নিচে দেওয়া হলো। একটি বিষয় মনে রাখবেন দাম বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো হয় না। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে।
এক নজরে দেখে নিন সেরাদের তালিকায় কোন কোন সফটওয়্যার স্থান দখল করে আছে
  • 01. WebEasy Professional | $49.95
  • 02. Homestead | $4.99/month
  • 03. Web Studio | $159.99
  • 04. Adobe Muse | $15.99
  • 05. WebAcapella | $106.00
  • 06. WebPlus | $99.99
  • 07. Xara Web Designer Premium | $99.99
  • 08. Yola Silver | $9.95/month
  • 09. EZGenerator | $99.00
  • 10. Web Creator Pro | $119.95
উপরের লিস্টটি থেকে আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে তালিকায় প্রথমে থাকা WebEasy Professional সফটওয়্যারটিই হলো সবার সেরা সফটওয়্যার। যাহোক, ডাউনলোড শুরু করার আগে চলুন সফটওয়্যারটির ফিচার সম্পর্কে একটু জেনে নিই।

WebEasy Professional | Price $49.95

WebEasy Professional সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনার জন্য সব চেয়ে ভালো উপায় হলো তাদের অফিশিয়াল সাইটটি একবার ঘুরে আসা। তো WebEasy Professional এর অফিশিয়াল সাইট ভিজিট করতে নিচের লিংকে ক্লিক করুন।

আপনারার যারা WebEasy Professional এর অফিশিয়াল সাইটে যাননি তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু ফিচার নিচে তুলে ধরছি।
টেমপ্লেটঃ
  • সফটওয়্যারটিতে রয়েছে ১০০০ এর মতো প্রফেশনাল ওয়েব ডিজাইন টেমপ্লেট। যার সাহায্যে আপনি শুধু মাত্র কয়েক মিনিটে আপনার কাঙ্খিত ওয়েব সাইট তৈরী করতে পারবেন।
  • টেমপ্লেটগুলো ফুল ফাংশনাল হওয়াতে আপনাকে অতিরিক্ত কোন পরিশ্রম করতে হবে না। শুধু আপনার প্রয়োজনীয় কন্টেন্ট গুলোকে আপনার মতো করে কাস্টমাইজ করতে হবে।
মনোমুগ্ধকর ফিচারঃ
  • ওয়েব সাইট তৈরী করতে কোন প্রকার প্রোগ্রামিং অভিজ্ঞতা লাগবে না। এইচটিএমএল না জানলেও কোন সমস্যা নেই।
  • ওয়েব টেমপ্লেটে যতো কন্টেন্ট আছে সব গুলোকে খুব সহজে কাস্টমাইজ করার রয়েছে বিশাল সুবিধা।
  • শুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ করে আপনার কাঙ্খিত কাজটি সেরে ফেলতে পারেন।
  • এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা, যা ব্যবহার করলেই আপনি নিজেই সব উন্মোচিত করতে পারবেন। তবে সব চেয়ে বড় সুবিধাটি নিচে বর্ননা করছি।

ওয়েব সাইট তৈরীর পৃথিবীর সব চেয়ে সহজ পদ্ধতি

একটি ভালো মানের ওয়েব সাইট তৈরী করতে প্রয়োজন অনেক শ্রম এবং মেধার যথার্থ ব্যবহার। পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না, এই কথাটি বই পুস্তকে লেখা থাকলেও আজ আমরা দেখবো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো শুধু চাইলেই একটি ওয়েব সাইট তৈরী করা যায়। যেহেতু আলাদিনের প্রদীপের কথা বলেছি সেহেতু ওয়েব সাইট তৈরী করতে যে মাত্র তিনটি ধাপ লাগবে সেটা হয়তো আপনাদের বুঝাতে হবে না। তো চলুন তাহলে শুরু করি।
প্রথম ধাপঃ টেমপ্লেট এবং স্টাইল নির্বাচন
  • আপনার পছন্দের হেডিং, টেক্সট, ফটো এবং অন্যন্য বিষয়ের জন্য চাহিদা মোতাবেক স্টাইল নির্বাচন করুন।
  • টেমপ্লেট কোন কাজে ব্যবহার করবেন সে অনুযায়ী টেমপ্লেট টাইপ নির্বাচন করুন।
  • টেমপ্লেটগুলোতে সব কিছু আপনার জন্য প্রস্তুত করায় আছে, নো চিন্তা।
ওয়েব সাইট যেহেতু আপনার | সব হোক আপনার মনের মতো করে
দ্বিতীয় ধাপঃ সহজ কাস্টমাইজেশন
  • আপনার পছন্দ মতো ইমেজ, টেক্সট এবং লিংকগুলোকে পরিবর্তন কিংবা এডিট করুন।
  • গুগল ম্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদি সংযোগ করতে চাইলে সহজে করে ফেলুন।
  • SEO এর জন্য প্রত্যেক পেজে টাইটেল, কিওয়ার্ড এবং ডেসক্রিপশন যোগ করুন।
তৃতীয় এবং শেষ ধাপঃ ওয়েব সাইট পাবলিশড করুন
  • সফটওয়্যারটি দিয়ে সরাসরি ওয়েব আপনার তৈরীকৃত সাইটকে পাবলিশড করতে পারবেন। [ফায়ারওয়াল দিয়ে ব্লক থাকলে নিজ দায়িত্বে আনব্লক করুন]
  • নতুন ইমেইল এবং ওয়েব ডোমেইন পেয়ে যাবেন যদি তাদের নিজস্ব সুবিধা গ্রহন করে থাকেন।
  • বিজনেজ করতে চাইলেও কোন সমস্যা নেই, সব সুবিধা এখন শুধুই আপনার।
হয়ে গেলো আপনার ওয়েব সাইট | এবার হারিয়ে যান প্রযু্ক্তির দুনিয়ায়
নিজের তো একখানা ওয়েব সাইট হয়েই গেলো আপনার। আমার কথা কী এতোটা বিশ্বার করতে পেরেছিলেন আগে? যাহোক, যদিও সহজ ভাবে আপনারা কাজ করতে পারবেন তারপরেও আপনার যদি থাকে সামান্য HTML এর জ্ঞান তাহলে আপনি এই সফটওয়্যার ব্যবহার করেই অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। শুভ হোক, আপনার আগামীর পথচলা।

ডাউনলোড ফুল ভার্সন

সফটওয়্যারটির ফিচারগুলো যদি ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে যদি মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটির সর্বশেষ সংস্করনের ফুল ভার্সনটি ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করতে হবেনা। কারন মাত্র ১২০ মেগাবাইট ডাটা খরচ করেই আপনি সফটওয়্যারটি নামাতে পারবেন।
ডাউনকৃত জিপ ফাইলের মধ্যে আছে সফটওয়্যারটির একটি ইনস্টলার ফাইল এবং যথারীতি ফুল ভার্সন করার জন্য আমার দেওয়া লাইসেন্স-কী। জিপ ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন। তারপর ফুল ভার্সন সেটাপ দেওয়ার জন্য নিচের নির্দেশনা অনুসরন করুন।

ফুল ভার্সন একটিভেশন নির্দেশিকা

এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যার ফুল ভার্সন করার জন্য আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেকগুলো করে ধাপ ছিলো একটিভেশনের জন্য। অনেকেই পেরেছেন অনেকেই হয়তো বা পারেন নি। তাই এবার একেবারে অরিজিনাল লাইসেন্স দিয়ে দিলাম। সফটওয়্যারটি সেটাপ দেওয়ার সময় যখন সিরিয়াল-কী চাইবে তখন আমার দেওয়া সিরিয়াল-কী টা ব্যবহার করুন। শুধু সেটাপের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন।
ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হলে সফটওয়্যারটি ওপেন করুন। তাহলে একটিভেশনের জন্য আলাদা একটি পপ-আপ মেনু আসবে। অনেকেই ভয় পেয়ে যেতে পারেন যে আবার একটিভ করতে হবে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, শুধু একটিভেট বাটনে ক্লিক করলেই অটোমেটিক একটিভ হয়ে যাবে।
এখন নির্বিঘ্নে সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তবে অধিক নিরাপত্তার জন্য অ্যাপ্লিকেশনটিকে ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দিন। ফায়ারওয়াল দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন ব্লক করতে হয় সেটা জানার জন্য আমার নিচের টিউনটি দেখতে পারেন। তাহলে পরিপূর্ণ ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভুলেও আপডেট দিবেন না (যদিও ফায়ারওয়াল দিয়ে ব্লক করলে চাইলেও পারবেন না)।
উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন করে থাকলে আপনি সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে আজিবন ব্যবহার করতে পারবেন। আশা করি সফটওয়্যারটি ফুল ভার্সন করতে কারও কোন প্রকার ঝামেলা হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিজে আরও দুইবার চেষ্টা করবেন তারপর আমাকে সমস্যা জানাবেন।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page