:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Saturday, August 1, 2015

খের মোবাইলটা হাতছাড়া হলে বোঝা যায় জীবনের সাথে আজকাল একটা মোবাইল কি পরিমাণ জড়িয়ে আছে। আর এন্ড্রয়েড চুরি গেলে তো কলিজা নিয়ে চোর পালিয়ে যাওয়ার অবস্থা হয়। এত এত ছবি, কাস্টমাইজড ডকুমেন্টস, সফটওয়্যার, ক্রেডিট কার্ড নাম্বার, নোটস তো থাকতেই পারে, সাথে আছে অনেক শখে কেনা মোবাইল হাতছাড়া হবার কষ্ট! কি করা যায়?

সবাই বলবেন এন্টি-থেফট সফটওয়্যার ব্যবহার করতে। কিন্তু এন্টি থেফট সফটওয়্যারতো এখন এন্টিভাইরাস অ্যাপ এর সাথে ফ্রি-ই পাওয়া যায়, কোনটা ব্যবহার করবেন তাহলে?

সেরা এন্ড্রয়েড এন্টি থেফট সফটওয়্যার – Cerberus



বিশেষজ্ঞদের মতে এন্ড্রয়েডের সেরা এন্টি থেফট সফটওয়্যার হচ্ছে Cerberus । AndroidPIT,  Android Police,  TechSplurge এর মত সাইট Cerberus কে নিয়ে আর্টিকেল লিখেছে।    কেন Cerberus কে সেরা বলা হয় আসুন দেখে নিই।

ইন্সটলেশন পদ্ধতিঃ

গুগল প্লে তে Cerberus লিখে সার্চ দিন। ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে ওপেন করে নিচের মত করে রেজিস্টার করে নিন।
Register to Cerberus

রেজিস্টার করা হয়ে গেলে আপনার ট্রায়াল এডিশন শুরু হবে। ট্রায়াল ভার্সনে প্রো ভার্সনের সকল সুবিধাই পাবেন। কিন্তু ১ সপ্তাহ। ইন্সটল করা হয়ে গেলে নিচের মত করে Cerberus কে ডিভাইস এডমিন করে নিন। তা না হলে সব সুবিধা পাবেন না।

কি কি সুবিধা পাবেন Cerberus Anti theft সফটওয়্যার এ

  • হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক করা যায় sms দিয়ে কিংবা ওয়েব সাইট থেকে সরাসরি গুগল ম্যাপে জিপিএসএর মাধ্যমে পিনপয়েন্ট করে দেয়া অবস্থান দেখে নেয়া যায়। এ জন্য এন্ড্রয়েড ২.৩.৩ এর চেয়ে উন্নত এডিশন থাকলে জিপিএস অটোমেটিক অন হয়ে যাবে।
দেখুন আমার লোকেশন দেখাচ্ছে


  • সিম লক করে দেয়া যাবে যাতে আপনার নিজের সিম ছাড়া অন্য কোন সিম দিয়ে মোবাইল চালানো যাবে না।
sim lock cerberus

  • আপনার এন্ড্রয়েড মোবাইল লক করা থাকলে(প্যাটার্ন, পিন বা পাসওয়ার্ড) আনলক করতে চেষ্টা করে বিফল হলে Cerberus মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে টুক করে ছবি তুলে ফেলবে আর সেটা অটোমেটিক নেটে কানেক্ট হয়ে আপনার ইমেইলে পাঠিয়ে দেবে! এই জিনিস আর কোন সফটওয়্যারে আছে বলে মনে হয় না।
options of cerberus
 
  • আপনি জাস্ট একটা মেসেজ পাঠিয়ে কিংবা ওয়েব থেকে একটা কমান্ড দিয়ে Cerberus দিয়ে আপনার মোবাইলে বিকট আওয়াজে সাইরেন দিতে পারবেন। যা কাছাকাছি অবস্থান করা চোরের বারোটা বাজিয়ে দেবে। এই সাইরেন মোবাইল সাইলেন্ট দেয়া থাকলেও বেজে উঠবে এবং চোর সাইরেন বন্ধ করতে গেলে মোবাইলের সামনের ক্যামেরা অটোমেটিক তার ছবি তুলে ফেলবে।
  • আপনি ওয়েব থেকে আপনার মোবাইল দিয়ে করা সর্বশেষ কল-লিস্ট দেখতে পারবেন, এস.এম.এস দেখতে পারবেন, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারবেন, ভিডিও করে নিতে পারবেন, এমনকি চোরের কথাবার্তা রেকর্ড করে নিতে পারবেন। আর কোন এন্টি থেফট সফটওয়্যার এ এত সুবিধা নেই।
options of cerberus

  • এক ক্লিকে আপনার ইন্টারনাল মেমরি কিংবা SD কার্ডের সব তথ্য মুছে ফেলতে পারবেন। 
  • আপনার এন্ড্রয়েড মোবাইলটি যদি চোর পুরা Full Data Wipe ও দিয়ে দেয় তবুও cerberus কে আনইন্সটল করা যাবে না। যেখানে অন্যান্য এন্টি থেফট সফটওয়্যার মোবাইল ইন্টারনাল মেমরি ইরেজ করলে মুছে যায়।
  • শুধুমাত্র অন্য রমে ফ্লাস না করা পর্যন্ত কোনভাবেই Cerberus কে রিমুভ করা যাবে না। যেখানে অন্য অ্যাপগুলো ফোন মেমরি মুছে ফেললেই চলে যায়।
  • ভাবছেন তাহলে তো হলো না, যখনি চোর দেখবে মোবাইলের মেনুতে Cerberus আছে, সে তো অন্য রম ফ্লাস করে ফেলতে পারে, তখন কি হবে? হা হা, এই সমস্যার সমাধানের জন্য আছে Cerberus এর আইকনটি কে ফোনের মেনু থেকে হাইড করে রাখার ব্যবস্থা। এতে করে চোর বুঝতেই পারবে না কোন ভাবে যে এই মোবাইলে তাকে ধরা পড়িয়ে দেবার জন্য Cerberus বসে আছে গোপনে।


এত এত সুবিধাসহ এই Cerberus মাত্র ২.৯৯ ইউরো( প্রায় ৩.৮ ডলার) দামে গুগল প্লে স্টোর থেকে পাওয়া যাচ্ছে। আপনি ইচ্ছে করলে support@cerberusapp.com এই ঠিকানায় ইমেইল করে পে-পাল বা মানিবুকার দিয়েও সফটওয়্যারটি কিনে নিতে পারবেন।
আমি মানিবুকার দিয়ে এর লাইসেন্স কিনেছি। এর মূল্য এককালীন। তবে ফ্রি ট্রায়াল আছে এক সপ্তাহ! একবার কিনলে আর জীবনে কোন টাকা দিতে হবে না। একটি লাইসেন্স দিয়ে আপনার ৫টি এন্ড্রয়েড মোবাইল সুরক্ষিত রাখতে পারবেন। যেখানে ক্যাসপারস্কির দাম ৮ডলার আর এভাস্ট ফ্রি হলেও অনেক কম সুবিধা দেয়। সেখানে Cerberus আপনার চাহিদা মেটাবে বলে আমার ধারনা।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page