:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Friday, July 31, 2015


আমরা তো প্রায় সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করি.
কিন্তু খুব কম সংখ্যক মানুষ এই এন্ড্রয়েড ফোনের গোপন সংকেত জানে.আর এই গোপন সংকেত গুলো খুব দরকারি.
এন্ড্রয়েড ফোন ক্রয় করার পূর্বেও এই সংকেত দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
 www.it-helpbd.blogspot.comআর কথা বাড়াবো না. চলুন দেখে নেই .

  1. *#06#       ফোনের IMEI দেখাবে .
  2. *#7465625#       ফোন লক অবস্থান দেখাবে.
  3. *#*#8255#*#*      জি-টক সেবার পর্দা দেখাবে.
  4. *#*#1472365#*#*      জি পি এস পরীক্ষা করবে .
  5. *#*#34971539#*#*      ক্যামেরা সম্পর্কে জানাবে .
  6. *#*#197328640#*#*        সব সেবা পরীক্ষা করবে .
  7. *#*#232339#*#*         wireless lan পরীক্ষা করবে .
  8. *#*#232337#*#       ব্লুটুথ যন্ত্রের ঠিকানা দেখাবে .
  9. *#*#3264#*#*      রেমের সংস্করণ দেখাবে .
  10. *#*#2664#*#*      টাচস্ক্রিন পরীক্ষা করবে .
11.*#*#232338#*#*       wi-fi mack ঠিকানা দেখাবে .
  1. *#*#1234#*#*       পিডিএ ও ফার্মওয়্যার সংস্করণ দেখাবে .
  2. *#12580*369#      সফটওয়্যার ও যন্ত্রাংশ সম্পর্কে তথ্য দেবে.
  3. *#301279#      HSDPA/HSUPA নেটওয়ার্ক নিয়ন্ত্রন তালিকা দেখাবে.
  4. *#0*#         পরিষেবা মেনু সেট করা যাবে.
  5. *#*#0842#*#*        পর্দার আলো ও ভাইব্রেশন পরীক্ষা করার জন্যে.
  6. *#*#4636#*#*         ফোনের তথ্য, ব্যবহার পরিসংখ্যান ও ব্যাটারি সর্বশেষ অবস্থান জানাবে
  7. *#*#7780#*#*         ফ্যাক্টরি রিষ্টার সেটিং.গুগল একাউন্ট সহ সব সিস্টেম ডেটা মুছে যাবে.
  8. *#*#197328640#*#*        সেবার ধরণ(সার্ভিস মোড)চালু হবে বিভিন্ন পরীক্ষা ও সেটিং বদলানোর জন্য
  9. *#*#273282*255*663282*#*#*         অবিলম্বে ফোনের সব মিডিয়া ফাইল সংরক্ষন(BACKUP)করবে.
  10. *2767*3855#         সব ইন্টারনাল ও এক্সটারনাল তথ্য মুছে গিয়ে ফোনের ফার্মওয়্যার রিইনস্টল হবে.
 আরো কিছু বোনাস কোড-


*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* – সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন।
*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।
*#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু।
*#7465625# – ফোন লক স্ট্যাটাস।
*#*#7780#*#* – ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।
*2767*3855# – ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।
*#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।
*#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।
*#*#197328640#*#* – সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।
*#*#7594#*#* – এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।
*#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড।
*#*#34971539#*#* – ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।
W-LAN, GPS and Bluetooth Test Codes:
*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* – W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।
*#*#232338#*#* – ওয়াইফাই ম্যাক এড্রেস।
*#*#1472365#*#* – জিপিএস টেস্ট।
*#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড।
*#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড।
*#*#232337#*# – Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস
*#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
*#*#0*#*#* – এলসিডি টেস্ট।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট।
*#*#2663#*#* – টাচ স্ক্রীন ভার্সন।
*#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক।
*#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট।
*#*#3264#*#* – র‍্যাম ভার্সন টেস্ট

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page