বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্ব পূর্ণ একটা টিপস শেয়ার করতে যাছি । তাই পোস্ট টি একটু বড় হতে পারে পোস্ট বড় দেখে ঘাবড়ে যাবেন না কারণ টিপসটি প্রতিটি ব্লগার ব্যবহার কারির কাছে খুব গুরুত্ব পূর্ণ । আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগ এর সাইট ম্যাপ কে গুগল এ সাবমিট করবেন । ব্যাপার হয়তো অনেকেই বুজতে পারলেন না তাহলে একটু খুলে বলি , আপনি আপনার ব্লগে নিয়েমিত পোস্ট করে যাছেন কিন্তু সেই পোস্ট গুল গুগল এ সার্চ করলে খুজে পাছেন না এর কারণ আপনার সাইটের সেই সকল পোস্ট গুল গুগল এ ঠিক ভাবে ইনডেক্স হয়নি তাই সেকল পোস্ট গুল আপনি দেখতে পাছেন না আর এই কারনে আপনার ব্লগে ভাল ভাল পোস্ট থাকলেও ভাল মানের ভিজিটর পাছেন না । আশাকরি ব্যাপার টা কিছুটা হয়ে বুজতে পারেন । তাহলে বেশি কথা না বলে চলুন দেখে নিই কিভাবে সাইট ম্যাপ সাবমিট করতে হয় । এর আগে আমি দেখিয়ে ছিলাম Bing এ সুবমিট করা নিয়ে । যারা আমার সেই পোস্ট দেখেন নিন তারা এখানে ক্লিক করে দেখে নিন ।
কিভাবে সাইট ম্যাপ গুগলে সাবমিট করবেন ?
- প্রথমে Google Webmaster Tools এ ক্লিক করুন তারপর আপনার ব্লগ এর Email এবং Password দিয়ে লগ অন করুন তাহলে আপনি আপনার ব্লগ এর হোম পেজ দেখতে পাবেন । সেখানে ডান পাশ থেক Manage Site এ ক্লিক করুন তারপর Add or Remove Users এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
- এবার যে পেজ ওপেন হবে সেখান থেকে Manage Site Owners এ ক্লিক করুন তারপর একটি নতুন পেজ ওপেন হবে সেখান থেকে Verify Using Different Method এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
- Verify Using Different Method এ ক্লিক আর একটি পেজ ওপেন হবে সেখান থেকে HTML TAG এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
- এবার ওই পেজ এর উপরে দেখুন একটা Mata tag - মেটা ট্যাগ দেখতে পাবেন সেটি কে কপি করে নিন । নীচের চিত্রে দেখুন ।
- এবার অন্য একটি ব্রাউজার এর অন্য একটি ট্যাব ওপেন করে আপনার ব্লগ এর ড্যাশ বোর্ড এ জান । তারপর Edit HTML এ ক্লিক করে নীচের কোড টিকে খুজে বার করুন ।
<head>
- এবার কপি করা মেটা ট্যাগ টিকে উপরের কোড এর ঠিক নীচে পেস্ট করুন নামে বসিয়ে দিন । নীচের চিত্রে দেখুন ।
- এবার Template সেভ করে বেরিয়ে আসুন Google Webmaster Tools এ এবং যেখান থেকে মেটা ট্যাগ কপি করেছিলেন তার নীচে VERIFY বটনে ক্লিক করে VERIFY করে নিন । নীচের চিত্রে ।
- উপরের কাজ ঠিক ভাবে করলে VERIFY করার পর আপনাকে Congratulations Message দিবে সেখানে Continue এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
- এবার ডান পাশ থেকে Add/Test Sitemap এ ক্লিক করে সেই ফাকা ঘরে নীচের কোডটি কপি করে Add/Test Sitemap এর ঘরে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন ।
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
- এবার Submit Sitemap এ ক্লিক করুন । তাহলে নীচের মতো আসবে সেখানে Refresh the page এ ক্লিক করুন ।
- এবার আপনি সাতদিন মতো গুগল মামাকে সময় দিন তার কাজ করার জন্য । আর হ্যাঁ যেহেতু উপরের যে কোড আমি দিয়েছি তাঁতে গুগল ৫০০ টি সাবমিট করবে আপনার যদি আরও দরকার হয় তাহলে নীচের কোড গুল কপি করে সে টেক্সট ঘরে বসিয়ে দিন ।
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
atom.xml?redirect=false&start-index=500&max-results=1000
- আশাকরি আপনাদের বুজতে কোন সমস্যা হল কোন সমস্যা হলে আমি আছি । খুব কষ্ট করে পোস্ট গুল করছি শুধু মাত্র আপনাদের জন্য তাই একটি কমেন্ট করে জানতে ভুলবেন না ক্যামন লাগলো । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দ্যাখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থকাবেন ।আল্লাহ্ হাফেজ ।
0 comments:
Post a Comment