কিভাবে মজিলা ফায়ারফক্সে কোন সাইটকে ব্লক করবেন ?
মজিলা ফায়ারফক্সেও গুগল ক্রোমের মতো আপনি ডিফল্ট অবস্থাতে সাইটকে ব্লক করার অপশন পাবেন না।এই জন্য এডওন এর সাহায্য নিতে হবে আপনাকে।আপনি BlockSite এর মাধ্যমে তা সহজেই আপনার ইচ্ছাধীন সাইটকে ব্লক করতে পারেন।তাহলে দেখে নেই কিভাবে তা করতে হবে।- Tools মেনুতে ক্লিক করুন এবং তারপর Add-ons এ ক্লিক করুন। আপনি যদি এই অপশন না দেখেন তাহলে alt কী চাপুন।
- Add-ons Manager পেজের উপরের ডান দিকে সার্চ বক্স পাবেন এবং এখানে BlockSite লিখে সার্চ দেন।ব্লকসাইট এডওন টি আসছে,এখন আপনার কাজ হলো তা ইনস্টল দেয়া
- ফায়ারফক্স রিস্টার্ট করুন ইন্সটলেশন পূরণ করার জন্য।
- এখন আবার Tools মেনুতে এবং Add-ons এ ক্লিক করুন। Add-ons Manager পেজে এখন Extensions tab ক্লিক করুন।
- ব্লকসাইট লিস্টিং এ আপনি Options বাটনে ক্লিক করুন।
- এখন Add বাটনে ক্লিক করে আপনার কাংখিত ওয়েবসাইটের নাম দেন।
কিভাবে গুগল ক্রোমে যেকোন ওয়েবসাইট ব্লক করবেন ?
আমরা আজকে জানবো কিভাবে গুগল ক্রোমে যেকোন ওয়েবসাইট ব্লক করবেন,মানে আপনি যেকোনো ওয়েবসাইট ব্লক করা মানে হলো ব্লক করা ওয়েবসাইটটি আর ক্রোমে কেউ ওপেন করতে পারবে না।মনে করেন আপনি ফেসবুক ব্লক করে রাখতে চান।তাহলে আপনি facebook.com এর ক্রোমের সাহায্যে ওপেন করতে পারবেন না।তাহলে আসুন দেখে নেই কিভাবে তা করবো-ওয়েবসাইট ব্লক করার জন্য ডিফল্টকোন টুল নাই ক্রোমে কিন্তু আপনি ক্রোম এক্সটেনশন দিয়ে যেকোন সাইটকে ব্লক করতে পারেন।
এই জন্য প্রথমে Chrome web store এ যান এবং তারপর "blocksite" দিয়ে সার্চ করুন,দেখবেন অনেক রেজাল্ট দেখাবে।আপনি এখান থেকে যেকোন একটি ইন্সটল করে ব্যবহার করতে পারেন।
0 comments:
Post a Comment