এটি শুধুমাত্র তাদের কাজেই লাগবে, যারা ইন্টারনেটে অনেক সময় ধরে ভ্রমন করে বেড়ায়।
তবে আপনি শুধু ফেসবুক করলে আইপি সম্পর্কে আপনার কোন ধারনা নাও থাকতে পারে।
যাদের এটা সমপরকে তেমন কিছু জানা নেই, তাদের এটা দরকারও নেই।
যাদের প্রয়োজন তারা দেখুন…
এখান থেকে এই সফট টা ডাউনলোড করুনঃ- এখানে
ডাউনলোড করার প সাধারণ ভাবে ইন্সটল করুন এবং ওপেন করুন।
এটির নামঃ Free Ip Switcher
রেজিস্ট্রেসান কি চাইলেই স্কিপ চাপবেন।
নিচের মত উইন্ডো দেখতে পাবেন…
এখন,আইপি অ্যাড্রেস পরিবর্তন করতে হলে,
প্রথমে লাল চিহ্ন দিয়ে দেখানো Ip লেখার পাশের ঘরে মার্ক করুন।
তাথলে নিচে Ip Address লেখা যায়গাতে আইপি অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন।
আরও অনেক অপসান এখানে রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেটা পরিবর্তন করতে পারেন।
সব কিছু ঠিক ঠাক লেখার পর ডান পাশে Activate লেখা বাটান ক্লিক করুন।
যদি ওকে করতে বলে তো ওকে করে দেন।
আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাবে।
যদি কোনও সমস্যা হয়,
অথবা
আগের মত অবস্থায় ফিরে আসতে চান।
তাহলে,
Obtain An Ip Address Automatically – এর পাশে মার্ক করে Activate লেখা বাটান ক্লিক করুন।
আবার আগের মত অবস্থায় ফিরে আসতে পারবেন।
আজ এ পর্যন্তই থাকুক তাহলে…
0 comments:
Post a Comment