ফটোশপ আমাদের সবার কম্পিউটারে থাকে সে আমার জানা আছে।
কিন্তু সময়ে অসময়ে দেখা গেল, ফরম্যাট দেওয়ার পর বা যেকোনো কাজের জন্য ফটোশপ রিমুভ করতে হয়েছে।
আর সেই সময় একটা ফটো জরুরি ফটো এডিট করার প্রয়োজন।
তখন আপনি কি করবেন?
আপনার কাছে যদি ফটোশপ সফটওয়্যার থাকে তালে সেটা ইন্সটল করবেন, তারপর ফটো এডিট করবেন, এটাতে বেশ সময় লাগবে যা বেশ অস্বস্তিকর।
আর যদি আপনার কাছে ফটোশপ সফটওয়্যার না থাকে তালে তো খুব সমস্যা!
আজকের টিউটোরিয়াল টি পড়লে এই সমস্যা আপনার জীবনে আর আসবে না।
তাহলে এবার সুরু করা জাক…
প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ- ক্লিক হেয়ার
ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে।
Try Online লেখা বাটানটি ক্লিক করুন।
এবার অল্প কিছুক্ষন অপেক্ষা করুন, আপনার ইন্টারনেট ব্রাউজারে একটা ফটো এডিটর চলে আসবে।
অনেকটা ফটোশপের মত দেখতে।
বাদিকে উপরের File মেনুতে ক্লিক করে নিজের কম্পিউটার বা ইন্টারনেট থেকে আপনার পছন্দের ছবি নিয়ে সহজেই এডিট করতে পারবেন।
এটা নিয়ে আর কিছু বলার নেই, একদম সহজ ইন্টারফেস।
উপরে দেখুন আমি একটা ছবি নিয়েছি আমার কম্পিউটার থেকে।
আর একটি সাদা পেজে সুধু একটা সিম্পল টেক্সট লিখেছি।
আমার এখন কোন কিছু এডিট করার নেই, আর করতেও ইচ্ছা করছে না।
আপনাদের যা ইচ্ছা এডিট করুন এবার, আমি আসছি…
0 comments:
Post a Comment