:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Saturday, August 1, 2015

আজকের টিউনটি হল একটি অ্যাপস নিয়ে।

আমাদের প্রতিদিনের এই ব্যাস্ত জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই আছে। আর আমরা প্রতিদিনই সম্মুক্ষীন হই ছোট খাট অথবা বড় সড় কোন দূর্ঘটনা। আর উক্ত সময়ে আমাদের কি করা উচিত! আমাদের কারও কি জানা আছে, হয়ত বা আছে আবার কারও নাই। যদি এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটে তখন আপনার কি করনীয়। আর আজকেই এইটা নিয়ে আমার টিউন।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চরম এবং নতুন একটা এপস। যার দিয়ে আপনার বাড়ির কেউ অসুস্থ হলে তংক্ষনাত কী করোনিয় তা জানতে
পারবেন আপনার এন্ড্রোয়েড মোবাইল দিয়ে।
বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে প্রাথমিক চিকিৎসা নেয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণ হচ্ছে, এখানকার হাসপাতাল গুলা অনেক দূরে দূরে অবস্থিত এবং অনেক ক্ষেত্রেই আহত ব্যক্তিকে নিকটস্ত হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না।
এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা বা First Aid Treatment ই অন্যতম ভরসা। এই অ্যাপটি ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনের কমন সমস্যা এবং
দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা করতে পারব। তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন।
অনেক ততো হহল আপনি অ্যাপসটা নামানোর আগে চলুন কিছু স্কিনসট দেখে নেনঃ


আশা করি সবাই এ থেকে উপকৃত হবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আবার পরের টিউনে দেখা হবে।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page