ফেসবুকের মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জারের এতদিন কেবল স্মার্টফোন অ্যাপের
মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার ওয়েব ব্রাউজার থেকেই এই সেবাটি ব্যবহারের
জন্য স্ট্যান্ডঅ্যালোন ওয়েব ভার্সন চালু করেছে ফেসবুক।
যেকোনো ওয়েব ব্রাউজার থেকে messenger.com/login
ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করে ব্যবহার করা যাবে মেসেঞ্জারের এই ওয়েব ভার্সন।
ম্যাসেজ পাঠানোর পাশাপাশি কল করা কিংবা ভিডিও কল করার সুবিধাও থাকছে
এখানে।
গতকাল ফেসবুক এই ভার্সনটি উন্মুক্ত করে। আনুষ্ঠানিক ঘোষণা
দেওয়ার কয়েক ঘণ্টা পরই ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য ডাউন ছিল। তবে এই
ব্যাপারে ফেসবুক কিছু জানায়নি।
এই ওয়েব ভার্সন চালু করার ফলে এখন থেকে জনপ্রিয় এই মেসেঞ্জারের ব্যবহার আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
:user: vai
Translate
Saturday, May 16, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment