বিজনেস কার্ড কি জিনিস জানেন না?
নিচে আমি একটা তৈরি করে দেখালাম…
এটা আমি এইমাত্র বানিয়ে দিলাম, মাত্র এক মিনিট লাগলো।
আপনিও সহজেই এইরকম নিজের বিজনেস কার্ড বানাতে পারবেন এবং বাজার থেকে প্রিন্ট করে নিয়াস্তে পারবেন, তাছাড়া ফেসবুকেউ আপলোড করতে পারবেন।
এইরকম বিজনেস কার্ড তৈরি করতে ছোট্টো একটা সফটওয়্যার লাগবে।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নেন।
ডাউনলোড করার পর জিপ ফাইল্টি খুলুন।
দেখুন তার মধ্যে একটি সফটওয়্যার আছে, ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
এবার সফটওয়্যারটা ওপেন করুন।
নিচের মত একটা উইন্ডো ওপেন হবে…
এবার মন দিয়ে পড়ুন…
বা সাইডে যে চারকোনা ঘর করে দেখিয়েছি, ওখানে…
আপনার নাম থেকে শুরু করে সমস্ত তথ্য দিয়ে ঘর গুলো পুরন করুন।
এর একদম নিচে দেওয়া রয়েছে আপনার ফটো অ্যাড করার যায়গা, ওখানে অ্যাড ক্লিক করে নিজের ফটো সিলেক্ট করুন, তাহলে আপনার ফটো অ্যাড হয়ে যাবে।
ছবিতে কার্ডের উপর গোল করে যেগুলো দেখানো হয়েছে,
ওখানে যেটা সিলেক্ট করবেন সেইরকম হয়ে যাবে আপনার কার্ড টি।
সমস্ত কিছু হয়ে গেলে উপরে লাল তীর চিহ্ন দিয়ে দেখুন Export নামের একটি অপসান দেখানো হয়েছে, ওটা ক্লিক করুন।
ক্লিক করার পর, আর একটা উইন্ডো ওপেন হবে।
সেখানেও Export নামের অপসানটি ক্লিক করবেন, তারপর একটি নাম এবং কোথায় সেভ করবেন সেটা দিয়ে সেভ করুন।
আপনার বিজনেস কার্ড বানিয়ে ফেলেছেন।
আপনার যদি প্রিন্টার থাকে তো প্রিন্ট করে ফেলুন আর না থাকলে বাজার থেকে প্রিন্ট করে আনুন।
আর যদি ফেসবুকে আপলোড করতে চান তাহলে ফটোশপ দিয়ে বা অন্য যেকোনো একটি সফটওয়্যার দিয়ে ওখান থেকে একটা কেটে নেন।
0 comments:
Post a Comment