আজ আমরা প্যারিসের আইফেল টাওয়ারের উপরের থেকে যা যা দেখতে পাওয়া যায় সবকিছু দেখব।
ভাবছেন যে আমি আপনাদের শুধু ফটো দেখাব ?
না না আমি আপনাদের ফটো দেখাব, কিন্তু আইফেল টাওয়ারের উপরেও চড়াব।
আপনি ঘুরে ঘুরে যা ইচ্ছা তাই দেখবেন।
এবার হয়ত সবাই রাগ করে যাচ্ছেন, এটা যে সম্ভব না তা তো আপনারা জানেন!
কিন্তু,
অনেকটাই সম্ভব।
আসুন আগে কিছু ছবি দেখি তারপর আসল জিনিস দেখব।
আর একটা দেখবেন নাকি ?দাড়ান আপলোড করি…
এই দুটোই আমি আইফেল টাওয়ারের উপরে বসে তুলেছি…
এটা সত্যিই দারুন মজার একটা জিনিস।
আমি দেখলাম, আমার কাছে ভাল লাগলো, তাই আপনাদেরও দেখানোর ইচ্ছাই এটা লেখা।
আশা করি ভাল লাগবে।
এবার যাদের ভাল লাগবে বলে মনেহয় তারা এই লিংকে ক্লিক করুনঃ এখানে
উপরের লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে আইফেল টাওয়ারের উপরে উঠিয়ে দেওয়া হবে।
তারপর ঘুরে ঘুরে দেখুন, একদম নিজের ইচ্ছামত।
টিউটোরিয়াল শেষ।
কিন্তু এটি দেখে যাদের আইফেল সম্পর্কে একটু জানতে ইচ্ছা করছে তারা নিচে পড়ুন।
যেহেতু এটা প্যারিসের আইফেল টাওয়ার সেহেতু এটা যে প্যারিসেই থাকবে তাতে কোনও সন্দেহ নেই!২০১০ সালে এটি দেখতে ২৫০ মিলিয়ন লোক উপস্থিত হয়েছিল।
এটি লম্বায় ৩২৪ মিটার অর্থাৎ ১০৬৩ ফিট যা প্রায় ৮১ তলা বিল্ডিঙের সমান।
এটি তৈরির কাজ শুরু হয় ২৮ শে জানুয়ারি ১৮৮৭ সালে এবং শেষ হয় ১৫ ই মার্চ ১৮৮৯ সালে।
১৮৮৯ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত এটিই সবথেকে উচ্চতম ছিল।
এটি তৈরিতে আর্কিটেক্ট ছিলেন Stephen Sauvestre, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ছিলেন Maurice Koechlin এবং
Émile Nouguier এবং প্রধান কন্ট্রাক্টর Compagnie des Etablissements Eiffel.
-
7 December 1887: Construction of the legs with scaffolding.
-
20 March 1888: Completion of 1st level.
-
15 May 1888: Start of construction of second stage.
-
21 August 1888: Completion to 2nd level
-
26 December 1888: Construction of upper stage
-
15 March 1889: Construction of cupola
উপরে এখনও কিছু বলাই হয়নি।
এখনও প্রচুর লিখতে হবে, কিন্তু আমার আর লিখতে ইচ্ছা করছেনা।
যাদের এখনও আরও অনেক জানতে চান এর সম্পর্কে তারা নিচের লিংকে ক্লিক করুন।
0 comments:
Post a Comment