এই টিউটোরিয়ালটির টাইটেল পড়ে আপনি অবশ্যই পুরো আর্টিকেলটা পড়তে আসবেন।
ভালই করেছেন, নাহলে অনলাইনের এই মজার জিনিসটার মজা নিতে পারতেন না।
আশা করি আজকের লেখাটা কি বিষয় নিয়ে সেটা এখনও বুঝতে পারেননি।
ধরুন,
আপনি একটা ফটো তুলেছেন।
এবার আপনি চান আপনার ঐ ফটোতে একটা চশমা পরতে।
একটা ডেমো দেখে নিন…
আমার এই ছবিটাতে চশমাটা এইভাবেই লাগানো।
আপনারা এর থেকেও ভাল পারবেন, আমি জাস্ট এমনিতেই দেখানোর জন্য করেছি।
এটা কিভাবে করবেন?
আপনি যদি ফটোশপের কিচ্ছু না জানেন, তাহলেও পারবেন।
আর এটা করতে আপনার এক মিনিট সময় লাগবে।
এবার কাজ শুরু করুন…
প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ- এখানে
নিচের মত একটা পেজ ওপেন হবে।
ডান পাশে ব্রাউজ লেখাতে ক্লিক করে নিজের ফটো আপলোড করুন।আপলোড হলে বা পাশে লোকটার যায়গায় আপনার ছবি দেখতে পাবেন।
নিচের ছবিটা দেখুন, আমি আমার ফটো আপলোড করেছি।
এবার ডান পাশ থেকে যে কোন একটা চশমা সিলেক্ট করুন আপনার পছন্দ মত।
যে চশমাটি সিলেক্ট করবেন সেটি আপনার ছবির উপর দেখতে পাবেন।
এবার ডান পাশে দেখুন দুটো স্কেল আছে।
- ডান পাশের স্কেলটা দিয়ে আপনার ছবি ছোট বা বড় করতে পারবেন।
- বাঁ পাশের স্কেলটা দিয়ে আপনার ছবিতে যে চশমাটা আছে, সেটা ছোট বা বড় করতে পারবেন।
সবকিছু ঠিক থাকলে ছবির নিচে যে ডাউনলোড ইমেজ লিংক আছে সেটি ক্লিক করুন,
তাহলে আপনার কম্পিউটারে ছবিটি ডাউনলোড হয়ে যাবে।
টিউটোরিয়াল এখানেই শেষ।
কিন্তু,
এবার আপনারা একটা সমস্যায় পড়তে পারেন!
সমস্যাটা কি?
আপনার ডাউনলোড করা ছবিটা ওপেন হচ্ছেনা।
তাহলে কি করবেন?
দেখবেন ছবিটা এইরকম একটা ফাইলে আছে…
ফাইটার নাম সাধারণত download থাকবে।
আপনি এটাকে রিনেম করে নেবেন download.jpg তে।
তারপর ডাবল ক্লিক করে দেখুন ছবিটিতে, ওপেন হয়ে যাবে।
আশা করি সবাই মজা পেয়েছেন, এবার আপনারা আপনার বন্ধুদের সাথে মজা করুন।
0 comments:
Post a Comment