:: এ্যাডসেন্সের নির্ভরযোগ্য বিকল্প ইনফোলিংক নিয়ে ১৮টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, আজই শুরু করুন ব্লগিং।
প্রশ্ন ১: ভাই infolinks টা কী ?
উত্তরঃ Infolinks is an online advertising platform which offers
advertising products for publishers, advertisers and brands. The
company's products, including InFrame, InSearch, InTag and InText, were
designed to overcome banner blindness.More details --http://www.infolinks.com/support/quality/what-is-infolinks
প্রশ্ন ২: infolinks কি অনেকটা adsense এর মত... সাইট এ use করতে হয়?
উত্তরঃ হুম। এ্যাডসেন্স না পেলে তখন বিকল্প হিসেবে Infolinks ইউজ করা হয়।
তবে অনেকেই এ্যাডসেন্স এবং Infolinks ২ টাই একসাথে ইউজ করে। আর এতে কোন
সমস্যাও নেই।
প্রশ্ন ৩: ১. Infolinks কি Adsense এর সাথে
ব্যবহার করা যাবে? নাকি Infolinks ব্যবহার করলে Adsense এর এড সরিয়ে ফেলতে
হবে। ২. Infolinks এবং Adsense এর মাঝে পার্থক্য কি? ব্লগ এর জন্য
Infolinks না Adsense ব্যবহার করা বেশি ভাল।৩. Infolinks পাওয়ার উপায় কি?
এর জন্য কি করতে হয়?
উত্তরঃ ১। Infolinks এবং Adsense এক
সাথে ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই।.২। এ্যাডসেন্স সিপিসি আর ক্লিকের
উপর ডিপেন্ড করে। আর Infolinks কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM
এর উপর ভিত্তি করে পেমেন্ট করে থাকে। ব্লগ সাইটের জন্যে অবশ্যই এ্যাডসেন্স
ইউজ করবেন। আমরা বারবারই বলছি, এ্যাডসেন্স বাদে Infolinks নয়, এ্যাডসেন্সের
বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। এ্যাডসেন্স থাকলে অবশ্যই ব্যবহার
করবেন, না থাকলে Infolinks ব্যবহার করতে পারেন।৩। ভালো কন্টেন্ট, ভালো
ভিজিটর। (অনেকটা এ্যাডসেন্সের মতই কন্ডিশন)
প্রশ্ন ৪: ১.
কিভাবে আমি ইনফোলিঙ্কস এর একাউনট খুলতে পারি , একজন নতুন হিসেবে বিস্তারিত
জানতে চাই।২. ইনফোলিঙ্কস এর পেমেন্ট কিভাবে পাব ? আর সর্বনিম্ন কত উত্তোলন
করা যায় ?
উত্তরঃ ১. ভালো মানের কিছু কন্টেন্ট রাখুন,
নিয়মিত এসইও করান, ভিজিটর বাড়ান। এরপর আবেদন করুন, পেয়ে যাবেন। ২.৫০ ডলার
হলে পেপালে উঠানো যায়। তবে বর্তমানে বাংলাদেশে পেপালে পেমেন্ট দেয়ার
সিস্টেম অফ আছে তাই, আপনাকে ব্যাঙ্ক ট্রান্সফার কিংবা ওয়েস্টার্ন ইউনিয়ন
অথবা Payoneer এর মাধ্যমে পেমেন্ট উত্তোলন করতে হবে।
প্রশ্ন ৫: ১.ইনফলিঙ্ক কি ভাবে পাওয়া যায় ??২.এই অ্যাড এ কেমন আর্ন হয়?
৩.এর সুবিধা কি? ৪.অ্যাডসেন্স আর ইনফলিঙ্ক এর পার্থক্য কি ??
উত্তরঃ ১। ভালো মানের কিছু কন্টেন্ট রাখুন, নিয়মিত এসইও করান, ভিজিটর
বাড়ান। এরপর আবেদন করুন, পেয়ে যাবেন।২। ইনকাম নির্ভর করবে ভিজিটর, ভিজিটরের
লোকেশন, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ এবং eCPM এর উপরে। সুতরাং, এটা বলা মুশকিল
আপনি কেমন ইনকাম করতে পারবেন। Depends on website.৩। এর প্রধান সুবিধা
হচ্ছে এ্যাডসেন্স না পেলে Infolinks ব্যবহার করতে পারেন। আর এটা
এ্যাডসেন্সের সাথেও ব্যবহার করতে পারেন। এছাড়াও মিউজিক, মুভি, সফটওয়্যার
ইত্যাদি ডাউনলোড সাইটে ব্যবহার করে মোটামুটি ভালোই ইনকাম করতে পারেন। ৪।
এ্যাডসেন্স সিপিসি আর ক্লিকের উপর ডিপেন্ড করে। আর Infolinks কিওয়ার্ড, নেট
পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM এর উপর ভিত্তি করে পেমেন্ট করে থাকে। ব্লগ
সাইটের জন্যে অবশ্যই এ্যাডসেন্স ইউজ করবেন। আমরা বারবারই বলছি, এ্যাডসেন্স
বাদে Infolinks নয়, এ্যাডসেন্সের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।
এ্যাডসেন্স থাকলে অবশ্যই ব্যবহার করবেন, না থাকলে Infolinks ব্যবহার করতে
পারেন।
প্রশ্ন ৬: Adsense পেমেন্ট করে keywords এর CPC এর উপর নির্ভর করে তাহলে infolinks কিভাবে রেট ফিক্সড করে?
উত্তরঃ Infolinks কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM এর উপর ভিত্তি করে পেমেন্ট করে থাকে।
প্রশ্ন ৭: infolinks এবং adsense এর payment method এর পার্থক্য কি ?
উত্তরঃ বাংলাদেশের প্রেক্ষাপটে এ্যাডসেন্স বর্তমানে পেমেন্ট করে থাকে Wire
Transfer/bank transfer এর মাধ্যমে। আর Infolinks এর পেমেন্ট মেথড হচ্ছে ৪
টি। এর যে কোন একটি আপনি ব্যবহার করে পেমেন্ট Withdraw করতে পারেন।১।
পেপাল (৫০ ডলার হলেই Withdraw করা যায়। )২। ওয়েস্টার্ন ইউনিয়ন (১০০ ডলার
হলেই Withdraw করা যায়)৩। Payoneer৪। ব্যাঙ্ক ট্রান্সফারপ্রশ্ন
৮: ১. infolinks এর টেক্সট অ্যাড ব্যাবহার করলে তা এস ই ও এর জন্য তো
খারাপ হবে তাই না ? ২. text কে লিঙ্ক করে ফেললে ভিজিটর কিভাবে বুঝবে কোনটা
ইন্তারনাল লিঙ্ক আর কোনটা অ্যাড ? তাহলে তো ভিজিটর এর সমস্যা হবে তাই না ?
উত্তরঃ ১. এটা নিয়ে দ্বিমত আছে। তবে, অনেক ব্লগারদের মতে
Infolinks এর টেক্সট এ্যাড SEO তে কোন ইফেক্ট ফেলে না। ২. নাহ। কারণ,
ইনফোলিঙ্কস এর এ্যাডে ডাবল আন্ডারলাইন থাকে। এছাড়াও সেই লিঙ্ক এর হভারে
এ্যাডস শো করে। এতে করে ভিজিটর খুব সহজেই বুঝতে পারে কোনটা ইন্টারনাল লিঙ্ক
আর কোনটা এ্যাডস।
প্রশ্ন ৯: infolinks approve এর জন্য সাইট এ কি পরিমান daily ভিজিটর থাকতে হয়?
উত্তরঃ ভালো মানের কন্টেন্ট আর ডেইলি ৫০০+ ভিজিটর হলেই ইনফোলিঙ্কস
এ্যাপ্রুভ পাওয়া যায়। তবে কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে ভিজিটরের ক্ষেত্রে
নিয়ম কিছুটা শিথীল।
প্রশ্ন ১০: একটা সাইটের জন্য কি একটাই ইনফোলিংক একাউন্ট করতে হয়?নাকি ১ টা দিয়েই একাধিক ওয়েবে ইউজ করা যায়?
উত্তরঃ একটা Infolinks এ্যাকাউন্ট দিয়েই একাধিক সাইটে ব্যবহার করা যায়।
তবে, প্রতিটি সাইট ম্যানুয়্যালি এ্যাপ্রুভ করিয়ে নেয়াই ভালো।
প্রশ্ন ১১: টেক্সট অ্যাড ছাড়া infolinks এর কোন অ্যাড সবচেয়ে ভাল কাজ
করে । অর্থাৎ ক্লিক বেশি পরে ? এবং আমি ব্যাবহার করতাম ১০ দিনে ৫ সেন্ট
হইছে মাত্র daily ভিজিটর ২০০০ এর মতন ছিল । (অরগানিক ভিজিটর ছিল)
উত্তরঃ Infolinks কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM এর উপর
ভিত্তি করে পেমেন্ট করে থাকে। এছাড়া USA, UK, Canada, EU এই সব দেশের
ভিজিটর থাকলে eCPM বাড়ে, সাথে ইনকামও বাড়ে। খুব সম্ভবত আপনার ভিজিটর গুলো
এশিয়ান কান্ট্রির ছিল।
প্রশ্ন ১২: Infolinks & adsense এর রেট এর পার্থক্য কি ধরনের?
উত্তরঃ Infolinks কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM এর উপর ভিত্তি
করে পেমেন্ট করে থাকে। আর এ্যাডসেন্স ক্লিক ও সিপিসি'র উপর। মুল পার্থক্য
এখানেই। দুটোর সিস্টেমই আলাদা।
প্রশ্ন ১৩: ১.
Infolinks approve করতে সাইট এর বয়স বা আরও কি কি বিষয় প্রয়োজন হয়?২.
Infolinks কিসের ভিত্তিতে pay করে থাকে ? ৩. কি ধরনের সাইট এ infolinks
ব্যবহার করা উচিত? ৪. AdSense আর infolinks এর income এর পার্থক্য কি
ধরনের? (প্রতি ১০০০ ভিজিটর এ)৫. eCPM কি ?
উত্তরঃ ১।
সাইটের বয়সের ব্যাপারে বাধ্যবাধকতা নেই, ভালো মানের কন্টেন্ট আর ভিজিটর
থাকলেই এ্যাপ্রুভ হয়।২। Infolinks কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর
eCPM এর উপর ভিত্তি করে পেমেন্ট করে থাকে।৩। ইনফোলিঙ্কস আর এ্যাডসেন্সের
কন্ডিশন প্রায় একই। তবে Infolinks - Download, Movie, music, Software
রিলেটেড সাইটের বেশি ব্যবহৃত হয়। এছাড়াও এ্যাডসেন্স এর সাথেও ইনফোলিঙ্কস
ব্যবহার করতে পারেন।৪। এ্যাডসেন্স সিপিসি আর ক্লিকের উপর ডিপেন্ড করে। আর
Infolinks কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM এর উপর ভিত্তি করে
পেমেন্ট করে থাকে। ১০০০ ভিজিটরে এ্যাডসেন্সে ক্লিক না পড়লে ইনকাম ০, আর
ইনফলিঙ্কস এ eCPM ভালো থাকলে সেটা ১ ডলার কিংবা তার উপরেও যেতে পারে (UK,
USA, CANADA এই সব দেশের ভিজিটরের উপর। এশিয়ান দেশ গুলো থেকে হলে
0.10-0.50$ হতে পারে)৫। eCPM = (Total earnings / Ad Views) X 1000
প্রশ্ন ১৪: Infolinks approve এর জন্য সাইট এ কতগুলো পোস্ট থাকতে হয় আর সাইট এর বয়স কেমন হতে হয়?
উত্তরঃ সাইটের বয়সের ব্যাপারে বাধ্যবাধকতা নেই, ভালো মানের কন্টেন্ট আর ভিজিটর থাকলেই এ্যাপ্রুভ হয়।
প্রশ্ন ১৫: infolinks এ ১৫০$ হলে withdraw করা যায় তাই না ?
উত্তরঃ হুম।
প্রশ্ন ১৬: ইনফোলিংকস থেকে ads approved হওয়ার পর বেশী earning এর জন্য USA,UK, AUS এর viewer বাড়াব কিভাবে?
উত্তরঃ সাইটের SEO করুন। নিয়ম মেনে।
প্রশ্ন ১৭:১.কিভাবে ইনফোলিঙ্কস টাকা প্রদান করে ?২.ইনফোলিঙ্কস একাউন্টস
বাতিল হবার কারন গুল কি কি ?৩.কোন কোন টপিক গুলো কে ignore করব ?AdSense এর
জন্য যেগুলো নিষেধ as like (Adult contentContent that advocates against
an individual, group, or organizationCopyrighted materialDrug, alcohol,
and tobacco-related contentHacking and cracking contentSites that offer
compensation programs ("pay-to" sites)Sites that use Google Brand
featuresViolent contentWeapon-related contentOther illegal content)এগুলো
কি ইনফোলিঙ্কস এ ও নিষেধ ?
উত্তরঃ ১। Infolinks
কিওয়ার্ড, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ আর eCPM এর উপর ভিত্তি করে পেমেন্ট করে
থাকে। পেমেন্ট Withdraw করা যায়- Paypal, Payoneer, Western Union, Wire
Transfer এই সব মাধ্যমে। তবে বাংলাদেশ থেকে বর্তমানে পেপালে পেমেন্ট নেয়া
পসিবল নয়। বন্ধ আছে।২। ফেক ভিজিটর আনার মাধ্যমে ইম্প্রেশন বাড়ানো,
Infolinks এ্যাডস এ ক্লিক দেয়া, বট ইউজ করে USA, UK, Canada Traffic
জেনারেট করা এই সব কারণেও ইনফোলিঙ্কস ব্যান হতে পারে। এছাড়াও এ্যাডসেন্সের
নিয়মাবলীর সাথে অনেকটাই মিল রয়েছে Infolinks এর।৩। হ্যা। এই টপিক গুলোও
Ignore করবেন।
প্রশ্ন ১৮: ১. ইনফোলিঙ্কস এশিয়ান কান্ট্রি
থেকে পার K ইম্প্রেশনে মিনিমাম কত পে করে ?২. ধরেন দিনে ইম্প্রেশন হচ্ছে
৪/৫ হাজার কিন্তু ক্লিক হচ্ছে ১০/১২ টা এক্ষেত্রে কেমন পে করবে ?৩. এরা
কতদিনে পে করে, অ্যাকাউন্টের ইনফোর সাথে পেমেন্ট সিস্টেমের মিল থাকতে হয় ?
মিনিমাম পেমেন্ট কত? পেমেন্টের আগে ফর্মালিটি গুলো কি কি ?৪.USA, UK, Aus
থেকে ইম্প্রেশন আর ক্লিকে পেমেন্টের হার কেমন ?
উত্তরঃ ১।
Infolinks এশিয়ান কান্ট্রি থেকে প্রতি হাজার ইম্প্রেশনের জন্যে নির্দিষ্ট
কত পে করে তা বলা মুশকিল। ওই যে বললাম, নেট পেজ ভিউ, এ্যাড ভিউ, eCPM এর
উপর ভিত্তি করে। তবে আমার দেখা এশিয়ান কান্ট্রি থেকে প্রতি হাজার
ইম্প্রেশনের জন্যে ১ ডলার পর্যন্ত পেয়েছিলাম। Infolinks এ ও কিন্তু
কিওয়ার্ড একটা ফ্যাক্ট!২। Infolinks ইম্প্রেশন/ এ্যাড ভিউ এর উপরই পেমেন্ট
করে থাকে। ক্লিক পড়লে সেটা আপনার eCPM বাড়াতে সাহায্য করে থাকে। সুতরাং,
ক্লিক ছাড়াও Infolinks থেকে আয় সম্ভব এবং এটাই হচ্ছে।৩। এরাও এ্যাডসেন্সের
মতোই সময় নিয়ে পেমেন্ট করে। যেমন, আপনি যদি মার্চ মাসে (১ থেকে ৩০ মার্চ
পর্যন্ত) ২০০ ডলার ইনকাম করে থাকেন, তাহলে পেমেন্ট পাবেন মে মাসের ১৫
তারিখের মধ্যে। পেমেন্ট উঠানোর বেশ কয়েকটি সিস্টেম রয়েছে Infolinks এর। এর
মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় ছিল পেপাল, কিন্তু বর্তমানে বাংলাদেশী
পাবলিশারদের পেমেন্ট পেপালে দেয়া হচ্ছে না। তাই আপনাকে Payonner কিংবা
ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট উঠাতে হবে। ওয়্যার ট্রান্সফারে
পেমেন্ট ১০০ ডলার হলেই উঠাতে পারবেন, তবে ২৫ ডলার চার্জ কাটবে আর Payoneer
(50$ হলেই পেমেন্ট) এ কোন চার্জ কাটবে না।৪। UK, USA, Aus, Canada এই সব
দেশ থেকে ট্র্যাফিক বেশী থাকলে eCPM অনেক বেশী থাকে। মাত্র ১০০ এ্যাড ভিউ
তে আপনি ৩০ থেকে ৪০ সেন্ট পর্যন্ত পেতে পারেন। এছাড়াও রেফারেলের মাধ্যমে
ইনকামের ব্যবস্থা তো আছেই।
:user: vai
Translate
Saturday, October 24, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment