:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Thursday, July 9, 2015

অনেকই জানেন ব্যাপার টা। যারা জানেন তাদের জন্য। ভাইরাসের জন্য আমাদের প্রাই উইন্ডোজ সেটাপ দিতে। উইন্ডোজ সেটাপ দেবার পরে প্রয়োজনীয় সফটওয়্যার সেটাপ দিতে হয় যা অনেক সময়ের ব্যাপার। কিন্তু আজকে আমি যেটার কথা বলব সেটা দিয়ে আপনি ৫ মিনিটেই বা তারো কম সময়ে সব কিছু (উইন্ডোজ+প্রয়োজনীয় সফটওয়্যার) ইনেস্টল করে ফেলতে পারবেন।
এটি আসলে উইন্ডোজের ইমেজ কপি করে পরে তা রিস্টোর করা। এ কাজের জন্য আমরা ব্যবহার করব Acronis Rescue Media Boot Cd।


প্রথমেই আমারা Acronis Rescue Media Boot Cd ডাউনলোড করে নিব.... (ফোরামের নিয়ম অনুযায়ী এই ডাউনলোড লিংক এখানে দিতে পারলাম না...কেহ প্রয়োজন মনে করলে এখানে জানাবেন আমি গোপন বার্তায় দিয়ে দিব)  সফটওয়ারটি সাইজ ১৭২ এমবি।
সফটওয়্যারটি ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নিন। তারপর ISO ফাইলটি নিরো দিয়ে সিডিটে রাইট করে নিন।
নিরো দিয়ে বুটেবল সিডি করার পদ্ধতিঃ
All Programs>Nero>Nero StartSmart অপেন করে Copy And Backup এর অধিনে Brun Image to Disc ক্লিক করে ISO ফাইলটি দেখিয়ে দিয়ে Next করে কাজ শেষ করুন। ব্যাস হয়ে গেল আপনার Acronis বুটেবল সিডি।
এবার আমরা উইন্ডোজের ইমেজ তৈরি করব। সবচেয়ে ভাল হয় ইমেজ তৈরি করার আগে একবার ফ্রেশ উইন্ডোজ দিয়ে প্রয়োজনীয় সফটওয়ার গুলো ইনেষ্টল করে নিলে। যদি মনে করে বর্তমান যেটা আছে সেটাই ফ্রেস তাহলে দরকার নেই।

ইমেজ তৈরি করার পদ্ধতিঃ
১. আপনার তৈরী করা Acronis সিডি থেকে কম্পিউটার বুট করুন।
২. অনেক গুলো অপশন দেখতে পাবেন.... সেখান থেকে  ২য় নম্বর অপশন Acronis Master Image Creator এ ক্লিক করুন।
৩. To configure Acronis Master... মেসেজ দেখাবে...  OK ক্লিক করুন।
৪. Network Adaptor এর একটা সেটিং অপশন আসবে Cancel ক্লিক করুন।
৫. Acronis Master Image Creation Wizard চালু হবে.... Next ক্লিক করুন।
৬. আপনি যে ড্রাইভে উইন্ডোজ সেটাপ দিয়েছেন সেই ড্রাইভ টি সিলেক্ট করুন।  C ড্রাইভে দিয়ে থাকলে C: সিলেক্ট করে Next ক্লিক করুন।
৭. এবার ইমেজটি একটি ড্রাইভে সেভ করতে হবে। যে ড্রাইভে সেভ করবেন সেটা সিলেক্ট করুন। এবং ইমেজ ফাইলের নাম দিন। মনে রাখবেন, সম্পূর্ন C: ড্রাইভের ইমেজ তৈরী করা হবে তাই আপনার ইনস্টল করা সফটওয়্যারের উপর নির্ভর করে ইমেজ ফাইলের সাইজ । আমার ১৩ টি প্রোগাম ছিল তাতে ১.২ গিগাবাইট যায়গা নিয়েছিল। তাই এমন একটা ড্রাইভ নির্বাচন করুন যেখানে যথেষ্ট ফাঁকা জায়গা আছে....Next ক্লিক করুন।
৮. Options এ Compression Lavel এ ক্লিক করে Maximum সিলেক্ট করুন....Next ক্লিক করুন।
৯. ফাইলটি সহজে চেনার ছোট্ট করে Comment লিখে দিন...Next ক্লিক করুন।
১০. Proced বাটনে ক্লিক করে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তৈরী হয়ে গেল আপনার সিস্টেম ড্রাইভের ইমেজ এখন আপনার যখনই প্রয়োজন হবে এটা নিচের নিয়মে রিস্টোর করতে পারবেন। মাত্র ৫ মিনিটে আপনি পেয়ে যাবেন ফ্রেশ উইন্ডোজ (আমার লেগেছিল ৩ মিনিটের মত) এই সময় নির্ভর করবে আপনা সিস্টেমের কনফিগারেশনের উপর।
এবার ইমেজ ফাইলটি রিস্টোর করার পালা...এখন থেকে এক্সপি সেটাপ দিতে চাইলে শুধু নিচের এই টুকু কাজ করতে হবে।
ইমেজ ফাইলটি রিস্টোর পদ্ধতিঃ
১. আপনার তৈরী করা Acronis সিডি থেকে কম্পিউটার বুট করুন।
২. ১৩ নাম্বারে Acronis True Image Echo Workstation with Acronis Universal Restore (Full Version) এ ক্লিক করুন।
৩. Recovery তে ক্লিক করুন...Next ক্লিক করুন।
৪. ইমেজ ফাইলটি যে জায়গায় আছে তা দেখিয়ে দিন....Next ক্লিক করুন।
৫. Restore disk on partitions সিলেক্ট করে Next ক্লিক করুন।
৬. C: সিলেক্ট করুন...Next ক্লিক করুন।
৭. আবার C: সিলেক্ট করুন....Next ক্লিক করুন।
৮. Active সিলেক্ট করে Next ক্লিক করুন।
৯. Partition Size কিছু পরিবর্তন করার দরকার নেই...Next ক্লিক করুন।
১০. Next Partion Selection এ No, I do not সিলেক্ট করে Next ক্লিক করুন।
১১. Options এ  কিছু পরিবর্তন করার দরকার নেই...Next ক্লিক করুন।
১২. Proced বাটনে ক্লিক করে শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কাজ সমাপ্ত হয়ে গেলে সিডিরম থেকে সিডিটি বের করে রিস্টাট দিন।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page