:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Saturday, August 1, 2015

আজ আপনাদের আমি একটা অতি প্রয়োজনীয় Tips দিব।একটু মনোযোগ দিয়ে পড়বেন।বর্তমানে Android phone একটা অতি common জিনিস আর phone মানেই তাতে আপনার কিছু না কিছু personal জিনিস থাকবেই যেটা আপনি সবসময় চাইবেন সবার থেকে আড়াল করে রাখতে।এজন্য অনেক রকম Apps ও ব্যাবহার করে থাকেন যেমন Photo locker,folder hide etc. এসবের কি দরকার আজ জেনে নিন কীভাবে কোনপ্রকার Apps use করা বাদেই আপনার ফোনের Image/file/audio/video/document hide করবেন।অনেক আগে আমি এখানেই tune করেছিলাম যে কীভাবে Java ফোনে এটা করা যায়।মন চাইলে Post টা দেখে নিতে পারেন এখান থেকে।আর আজ আমি দেখাবো এটা Android এ কীভাবে করবেন। তাহলে এখনই Phone টা হাতে নিন আর শুরু করুন.................
১/প্রথমে আপনার phone এর default file manager এ যান।এবার সেখান থেকে phone এর left bottom টাতে চাপ দিন।তারপর settings এ যান।নিচের চিত্র গুলো দেখুন...।

২/ এবার নিচের চিত্রের মতো Show hidden files টাতে mark করে phone এর right bottom এ চাপ দিন।

৩/ এবার আপনার memory card এ ঢুকে ফোনের left bottom এ চাপ দিয়ে Create folder করুন।
৪/এবার আমি folder টার নাম দিলাম hide আপনি যেকোনো নাম ব্যাবহার করতে পারেন।শুধু লক্ষ্য রাখবেন যে নামের প্রথমে একটা (.) ডট থাকতে হবে।তারপর ok করুন।


৫/ এবার দেখুন তৈরি করা folder টা দেখাচ্ছে।এবার আপনি যে আপনার personal জিনিসগুলো hide করতে চান সেগুলো সব এই .hide folder এর  ভেতর Move করেন।

৬/তারপর আবার phone এর left bottom এ চাপ দিয়ে settings এ যান।

৭/ তারপর সেই Mark করা Show hidden folders টাকে আবার unmark করে দিয়ে back করুন।কাজ শেষ।

এবার দেখুন আর সেই .hide নামের folder টা দেখাচ্ছে না।এখন আপনার Gallery তে গিয়ে দেখেন যে Image/video/audio etc ঐ folder এর ভেতর Move করেছিলেন সেগুলো আর দেখা যাচ্ছে না।এখন আপনি ঐ folder টা দেখতে চাইলে আবার ১ নং নিয়ম এর মতো settings এ গিয়ে Show hidden files টাতে mark করে দিন। শুধু এটাই না এখন যদি কেউ মনে করেন যে Pc তে memory card টা পুরলে হয়তো দেখা যেতে পারে সেটাও সম্ভব না।শুধু folder টার নাম দেখতে পারবে এর ভেতর ঢুকতে পারবে না। ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page