:user: vai
Translate
Thursday, June 18, 2015
অটো শেয়ার করার জন্য অনেকগুলো সাইট বা আপ্স রয়েছে কিন্তু আমি যেটি ব্যবহার করে মজা পেয়েছি/বা এখন ব্যবহার করছি সেটিই শেয়ার করছি এখানে।
আমি গত বছর একটি ফেসবুক আপ্স ইউজ করতাম সেটি হচ্ছে RSS Graffiti. এটি খুব ভালো সার্ভিস দিচ্ছিলো কিন্তু এটি গত মে'১৫ থেকে আর কাজ করছে না। ফেসবুক এটিকে এলাউ করছে না। তাই অনেক খুজে একটা সাইট পেলাম যেটি আসলেই খুব ভালো। সেটি হচ্ছেঃ IFTTT মানে হচ্ছে If This Then That.
এটা দিয়ে শুধু অটো শেয়ার নয় আরো অনেক কিছু করা যায় যেটি আপনি ব্যবহার করলেই বুজতে পারবেন। যেমন, আপনি ব্লগে টিউন করলে সেটি অটো ফেসবুকে বা টুইটারে শেয়ার হবে, ইউটিউবে টিউন করলে টূইটারে শেয়ার হবে, ফেসবুকে টিউন করলে linkedin এ যাবে এরকম কয়েকশ আকশন রয়েছে যার প্রতিটাকে একেক্টা Recipe বলা হয়। এখানে browse recipe তে গিয়ে শয়ে শয়ে রেসিপি থেকে আপনার পছন্দমত রেসিপি বাছাই করতে পাড়েন।
আমি কয়েকটা রেসিপি ব্যবহার করতেছি আমার ব্লগ এবং ইউটিউব এর জন্য যেমনঃ
If any new post on your blog, then post a tweet to my twitter
প্রথমে রেজিস্ট্রেশন করুন এখান থেকেঃ IFTTT
তারপর লগিন করে browse -এ যান।
এখানে থেকে আপনি বাছাই করতে পারেন। এখানে শুধু একটা পেজে দেখান হয়েছে, সার্চ দিলে অনেক পাওয়া যাবে।
এখন আসি কিভাবে আপনি আপনার ইচ্ছামত রেসিপি বানাবেন। এজন্য প্রথমে my recipe> create recipe তে যান।
এখন আপনি this ক্লিক করুন।
এখন আপনি ট্রিগার চ্যানেল সিলেক্ট করুন মানে সোর্স সিলেক্ট করুন। যদি আমি চাই যে ব্লগার এর টিউন শেয়ার করব তাহলে এখানে ট্রিগার চ্যানেল হিসেবে ব্লগার সিলেক্ট করুন। এখানে কয়েকশ চ্যানেল আছে তাই আপনি ব্লগার সার্চ দিলেই চলে আসবে।
ধরলাম আপনি ব্লগার সিলেক্ট করেছেন এখন দেখবেন নিচের মত স্ক্রিন এসেছেঃ
তারপর আমি দিলাম any new post। তারপর দেখবেনঃ
তারপর create trigger ক্লিক করুন তখন দেখবেনঃ
এখন that ক্লিক করুন।
এখানে ধরুন আপনি ব্লগার টিউন টি ফেসবুক পেজে অটো শেয়ার দিতে চান তাহলে এখানে একশন চ্যানেল হিসেবে ফেসবুক পেজ সিলেক্ট করুন।
তারপর এমন একটি পেজ আসবেঃ
এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করবেন। আমি Create a link post সিলেক্ট করলাম।
এখন create action ক্লিক করুন।
এখন create recipe ক্লিক করলেই হয়ে গেল আপনার নিজের রেসিপি। এখানে সাতটি ধাপ রয়েছে আমি সবগুলো দেখিয়েছি। প্রথমে এটী জটিল মনে হতে পারে কিন্তু আসলে খুব সহজ। আপনি নিজে কয়েকটা রেসিপি তৈরি করে ফেলুন। তারপর আবার ডিলিট করে দেন। আর নিজে তৈরি না করতে চাইলে ব্রাউজ রেসিপি থেকে বাছাই করতে পারেন।
আরেকটা ব্যাপার, আপনি যেই চ্যানেল গুলো ইউজ করবেন সেগুলো অথরাইজ করে নিতে হবে।
আশা করি সবার বুঝতে পেরেছে। আরো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি শুধু অটো শেয়ার নয় এর বাইরেও হাজারো রকমের কাজ করা যায় যা আপনার অনেক সময় বাচায়। তাই এটিকে আমি বেশি পছন্দ করি। আমি নিজেও আমার ব্লগের জন্য এই রেসিপি ব্যবহার করি।
কোণ সমস্যা হলে টিউমেন্ট করুন। ধন্যবাদ।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment