:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Saturday, June 13, 2015

আপনার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরী করছেন? মিলিয়ে নিন আপনার ডেভলোপার সরকারী বিধিমোতাবেক এই ১৮টি পয়েন্ট ফুলফিল করছে তো? অন্যথায় আপনাকে আবারো হয়রো এই কাজগুলো করতে হতে পারে।
এক্ষেত্রে আপনাকে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল তথ্য ও কার্যক্রম নিম্নবর্নিত ফিচার সম্বলিত ডায়নামিক ওয়েবসাইট তৈরী ও edu.bd ডোমেইন নিবন্ধন পুর্বক দেশের স্বনামধন্য হোস্টিং কোম্পানীতে হোস্ট করতে হবে।


সরকারীবিধি মোতাবেক ফিচার সমুহঃ
১। বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও ৩য়-৪র্থ শ্রেনীর কর্মচারীদের ছবিসহ ডাটাবেজ।
২। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের ফিস গ্রহন।
৩। প্রতিষ্ঠানের সকল অভ্যান্তরিন পরিক্ষারফলাফল তৈরী ও অনলাইনে ডাউনলোডের সুবিধা।
৪। ছাড়পত্র, প্রসংসাপত্র, প্রতয়নপত্র, টটলিস্ট ইত্যাদি তৈরির ব্যাবস্থা।
৫. শিক্ষক ও কর্মচারিদের সৃস্টরত কর্মপদ, কর্মরত জনবল ও শুন্যপদের তথ্য।
৬। নোটিশবোর্ড, স্ক্রলসহ প্রতিষ্ঠানের সর্বশেষ সংবাদ, ক্লাশরুটিন, পাঠ্যক্রম, সহশিক্ষাক্রমিক কার্যাবলি।
৭। পাবলিক ও বিশ্ববিদ্যালয়ের পরিক্ষাভিত্তিক কর্নার, শিক্ষক কর্নার, শিক্ষার্থি কর্নার, অভিভাবক কর্নার।
৮। বিভিন্নপ্রকার কন্টেন্ট ডাউনলোড কর্নার।
৯। কার্যনির্বাহী পরিষদ, একাডেমিক কাউন্সিলের পরিচিতি, ওয়েবসাইটে অনলাইন ভিজিটর ও মোট ভিজিটর কাউন্টার।
১০। অনলাইনে ভর্তিপরিক্ষা ব্যাবস্থাপনা ও শিক্ষার্থী ভর্তিকার্যক্রম অনলাইনে ব্যাবস্থা করা।


১১। অভিভাবক ও শিক্ষার্থীর নিকট এসএমএস নোটিফিকেশন প্রেরন।
১২। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রাত্যহিক হাজিরার তথ্য প্রদান।
১৩। শিক্ষক/কর্মচারীদের ছুটির ব্যাবস্থাপনা, স্যালারিশিট তৈরী ও প্রতিষ্ঠানের একাউন্টস।
১৪। প্রতিষ্ঠানের ইতিহাস, ভৌত অবকাঠামো, মাস্টারপ্লান, একাডেমিক ক্যালেন্ডার, ছুটির তালিকা ও ক্লাশ রুটিন।
১৫। প্রয়োজনীয় ও গুরুত্বপুর্ন ওয়েবসাইটের লিঙ্ক।
১৬। ফটোগ্যালারী, প্রতিষ্ঠান প্রধানের বানী, প্রতিষ্ঠান প্রধানকে ইমেইল করার অপশন ও যোগাযোগের ঠিকানা।
১৭। কৃতিশিক্ষার্থিদের তথ্য, প্রাক্তন প্রতিষ্ঠান প্রধানগনের তথ্যাবলী ও প্রতিষ্ঠানের বিভিন্ন পাবলিক পরিক্ষারফলাফল।
১৮। ওয়েবসাইট কন্ট্রোলপ্যানেল।
সরকারী চিঠির মেইনকপির পিডিএফ ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন।

আমাদের কাজের প্লানিংঃ
* আমরা হোমপেজ স্লাইডার ও স্ক্রিলিং নিউজটিকার সহ সম্পুর্ন ডায়নামিক ফুল ফিচার্ড সাইট করে দেব। যাতে করে পরবর্তিতে ওয়েবসাইট ব্যাবস্থাপনার দায়িত্বে যিদি থাকবেন তিনি সাইটের ব্যাকেন্ড কন্ট্রোলপ্যানেল থেকে যেকোন প্রকার পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ও হালনাগাদ করতে পারেন।
* বর্তমান প্রযুক্তির উৎকষর্ততা এবং মোবাইল ও স্মার্টডিভাইসের ব্যবহারের আধিক্যের কথা মাথায় রেখে আপনার ওয়েবসাইট কে সম্পুর্ন রেসপন্সিভ ও যেকোন মাপের (স্ক্রিন রেজুলেশন) ডিভাইসের উপযোগী করে বানানো হবে।
* শিক্ষার্থী ও অভিভাবকদের যেকোন প্রকার এসএমএস নোটিফিকেশন প্রদানের জন্য আপনাকে একটি ফ্রী বাল্ক এমএমএস একাউন্ট প্রদান করা হবে। এখান থেকে আপনি এসএমএস ক্রেডিট ক্রয় সাপেক্ষে আপনার প্রতিষ্ঠানের নামে (এখানে মোবাইল নাম্বারের বদলে আপনার প্রতিষ্ঠানের নাম দেখা যাবে) শিক্ষার্থী ও অভিভাবকদেরকে ছুটির নোটিশ, বেতন, অভিভাবক সম্মেলনসহ যে কোন প্রকার নোটিফিকেশন সেন্ড করতে পারবেন।
* প্রতিষ্ঠানের সকল তথ্য যেমন প্রতিষ্ঠান পরিচিতি, প্রধান শিক্ষকের বানী, শিক্ষক ও কর্মচারীদের তথ্য, পাবলিক পরিক্ষার ফলাফল ও তথ্য, ছুটির ক্যালেন্ডার, শ্রেনী রুটিন ইত্যাদির জন্য মেনুবারে ড্রপডাউন মেনু সহ আলাদা আলাদা পেজ করে দেয়া হবে।
*সাইডবারে গুরুত্বপুর্ন ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত করা হবে।
* ওয়েবসাইটে অনলাইন ভিজিটর ও মোট ভিজিটর দেখার জন্য সাইডবারে নিচের দিলে ভিজিটর কাউন্টার এড করা হবে।
* ওয়েবসাইটে মোট দুইটি সাইডবার ও মাঝে একটি কলাম সহ তিন কলামে করা হবে এবং সাইডবারে বিভিন্ন তথ্য দিয়ে সাজানো থাকবে (প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে সাইটের লেয়াউট পরিবর্তনযোগ্য)।
* ওয়েবসাইটের বিভিন্নপেজে ক্লাশ রুটিন, নোটিশ সহ প্রয়োজনীয় ফর্ম সমুহ পিডিএফ আকারে ডাউনলোডের ব্যাবস্থা করা হবে (ওয়েবসাইটের ম্যানেজমেন্ট দায়িত্বে যিনি থাকবেন তিনি নিয়মিত এটি প্রয়োজনমত আপডেট করবেন)।
*অনলাইনে ভর্তির আবেদনের জন্য অনলাইন বেইজ ভর্তি ফর্মের ব্যাবস্থা রাখা হবে। এখানে বিভিন্ন তথ্য পুরন করে শিক্ষার্থীরা সাবমিট করবে স্কুল/ওয়েবসাইট ম্যানেজমেন্ট টিম এটা তাদের মেইলে পাবেন এবং এই তথ্যের প্রেক্ষিতে তারা পরবর্তি পদক্ষেপ নেবেন।
* ভর্তিসহ বিভিন্ন ফী জমা দেবার জন্য বিকাশ পেমেন্ট সিস্টেম থাকবে যেখানে তারা পেমেন্ট এর ট্রানজেকশন কী সাবমিট করে ফর্মসাবমিট করবে। পরবর্তিতে তারা ইনভয়েজ আইডি সহ সংস্লিষ্ঠ প্রতিষ্ঠানে যোগাযোগের মাধ্যমে হার্ড কপি সংগ্রহ করতে পারবে।
* শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেসের জন্য স্কুল ম্যানেজমেন্ট অনলাইন সফটওয়্যার দেয়া হবে (এইটার লাইসেন্স মুল্য ৪০০০ টাকা, যা এককালীন দিতে হবে)। এটার মাধ্যমে যেকোন শিক্ষার্থী তাদের একাউন্টে লগইন করে তাদের সকল ধরনের হালনাগাদ দেখতে ও রিপোর্ট ডাউনলোড করতে পারবে।

আমাদের কাজের ধারাঃ
নির্ধারিত প্রতিষ্ঠানের সাথে আমাদের (সাইবার ডেভলোপার বিডি) এর চুক্তি হবার পর এবং ডোমেইন-হোস্টিং রেজিস্ট্রেশন পুর্বক নির্ধারিত মুল্যের ৫০ ভাগ পরিশোধের পর আমরা কাজ শুরু করব।
প্রথমিক ডিজাইন সম্পুর্ন হবারপর আমরা ওয়েবসাইটটি রিভিউ এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিকট যোগাযোগ করব। প্রয়োজনীয় সংযোজন বিয়যোজন করে ওয়েবসাইটটিকে ফাইনাল রিভিউ এর জন্য রাখা হবে। এই সাথে ফাইনাল রিভিউ এর পুর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যাবস্থাপনার কাজে নিয়জিত থাকবেন এমন কাউকে অনলাইন মাধ্যমে (স্কাইপ/টিমভিউয়ার) অথবা সরাসরি সংক্ষিপ্ত ট্রেইনিং দেয়া হবে যেন তিনি পরবর্তি যেকোন হালনাগাদ প্রতিষ্ঠানের পক্ষ থেকে করতে পারেন। এতপর ফাইনাল রিভিউ দেয়া হবে এবং ওয়েব সাইট পাবলিশ করা হবে।

মুল্য তালিকাঃ
*ডট কম ডোমেইন দিয়ে ওয়েবসাইট করতে চাইলে ডটকম ডোমেইন এর দাম ৮৫০ টাকা এবং সাথে মিনিমাম ১জিবি এর প্রাইস ১৩৫০ টাকা দিয়ে ডোমেইন ও হোস্টিং রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তিতে প্রতিবছর এই মোট ২২০০ টাকা দিয়ে ডোমেইন ও হোস্টিং রিনিউ করতে হবে। (যদি ডোমেইন ও হোস্টিং আগে থেকেই কেনা থাকে তবে এই পয়েন্টটি প্রযোজ্য নয়)
*.edu.bd ডোমেইন দিয়ে ওয়েবসাইট করতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডোমেইনের জন্য বিটিসিএল অফিসে আবেদন করতে হবে (এইটা আমরাই আপনাদের জন্য করে দেব)। সকল খরচ সহ .edu.bd ডোমেইনের দাম দুইবছরের জন্য ২৫০০ টাকা যা কিনা দুইবছর পর পর রিনিউ করতে হবে। এবং ১ জিবি হোস্টিং ১৩৫০টাকা যা কিনা প্রতি একবছর পরপর রিনিউ করতে হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে হোস্টিংও দুই বছরের জন্য নিতে পারেন। সেক্ষেত্রে ২ বছরের জন্য ১জিবি হোস্টিং খরচ ডিসকাউন্ট সহ ২৫০০টাকা। মোট ডোমেইন হোস্টিং খরচ ৫০০০টাকা (২ বছরের জন্য)
*স্কুলম্যানেজমেন্ট পোর্টালের জন্য স্কুলম্যানেজমেন্ট সফটওয়্যারের লাইসেন্স কিনতে হবে, যার মুল্য ৪০০০ টাকা এককালীন।
*পুর্নাজ্ঞ ওয়েবসাইট ডিজাইন ৮৫০০ টাকা

.edu.bd ডোমেইন পেতে যেসব তথ্য জমা দিতে হবে তার নমুনাঃ
* প্রতিষ্ঠানের নিবন্ধনের ফটোকপি
* প্রতিষ্ঠানের(কলেজ/স্কুল) প্যাডে আবেদন
* প্রধান শিক্ষকের ন্যাশনাল আইডির ফটোকপি
* বিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ডট বিডি ডোমেইনের আবেদন ফর্ম প্রতিষ্ঠানের সীল ও প্রধান শিক্ষকের সাক্ষর সহ।
*বিটিসিএল এর ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ডট বিডি ডোমেইনের এগ্রিমেন্ট ফর্ম প্রতিষ্ঠানের সীল ও প্রধান শিক্ষকের সাক্ষর সহ।

আরো বিস্তারিত জানার জন্য আমাদের সরাসরি কল করুনঃ01717-277242

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page