
(BIGO). এর সাহায্যে আপনারা আনলিমিটেড ফ্রি ভয়েস কল, ভিডিও কল, এমনকি আনলিমিটেড চ্যাট করতে পারবেন। তো চলুন এর সকল ফিচার গুলো একবার চোখ বিলিয়ে দেখে নেই-
* এর সাহায্যে আপনারা সৌদি-আরব, আমেরিকা, ব্রাজিল, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের প্রায় ২২০ টি দেশে ফ্রিতে কথা বলতে পারবেন।
* যেকোনো লোকাল নাম্বার, ইন্টারন্যাশনাল নাম্বারে কল করা যাবে।
* ফ্রি ভিডিও কলিং, ভয়েস কলিং ও ফ্রি এসএমএস এর সূবিধা।
* ভিগো টু ভিগো কথা বলুন ২জি, ৩জি কিংবা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে।
* সম্পূর্ণ HD কোয়ালিটি ভিডিও কল সার্ভিস।
* ২জি তেও ভিডিও কল করা যায়।
* প্রতি মাসে ৮০০ মিনিট কথা বলা সূবর্ণ সুযোগ।
* বন্ধুদের ভিগোতে ইনভাইট করে অতিরিক্ত কল করার করার সুযোগ।
* ভিগো সফটওয়ারে কোনো প্রকার অ্যাডভারটাইসমেন্ট (Advertisement) নেই। যা এর জনপ্রিয়তা বাড়িয়েছে।

অন্যান্য দরকারী তথ্যঃ
- সফটওয়্যারের সাইজ: ১০ এমবি
- বর্তমান ভার্সন: ১.২.০
- এন্ড্রোয়েড ২.৩ বা এর উপরের ভার্সনে সাপোর্ট করবে।
0 comments:
Post a Comment