২০১৩ সালের বাজেট ঘোষণার পূর্বে সিমকার্ড এবং রিম কার্ডের ক্ষেত্রে শুল্ক আরোপ ছিল ছয়শত টাকা। পরবর্তীতে এই করের পরিমাণ ৩০০ টাকা কমিয়ে ২০১৩ সালের বাজেটে ছয়শ' টাকা থেকে তিনশ' টাকাতে নিয়ে আসে রাজস্ব বোর্ড। বর্তমান পর্যন্ত এই সিমকার্ড ইস্যুর উপর ৩০০ টাকা এবং প্রতিস্থাপনের উপরে ১০০ টাকা করে কর নির্ধারণ করা আছে। চলতি বাজেটে সেটাও কমিয়ে আনার প্রস্তাব করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বাজেট ঘোষণায় কর কমানোর ব্যপারে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোন খাতের দ্রুত উন্নয়নের স্বার্থে এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে তথা এ খাতের সার্বিক সুষম প্রবৃদ্ধির জন্য সিম কার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক-কর ধার্য করার প্রস্তাব করছি। মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।’
উল্লেখ্য, সিম এবং রিম কার্ডের উপর আরোপিত এই কর গ্রাহকের উপর নয় মোবাইল অপারেটরের উপর ধার্য ছিল। তাই অনেক দিন ধরেই মোবাইল অপারেটগুলো শুল্ক কর কমিয়ে আনার দাবি জানিয়ে আসছিল। তাদের দাবীর পরিপেক্ষিতে এবং দ্রুত তথ্য সেবার বিস্তার ঘটাতেই বাজেটের এ নতুন উদ্যোগ।
0 comments:
Post a Comment