অত্যন্ত
আনন্দের সাথে গ্রামীনফোন আপনার জন্য নিয়ে এলো ইন্টারনেট প্যাকেজ উপহার এর
সেবা। এই সেবার আওতায় আপনি গ্রামীনফোন এর ৫ কোটি সদস্যের পরিবারে থাকা
আপনার প্রিয়জনকে ইন্টারনেট প্যাকেজ উপহার দিতে পারবেন। বর্তমানে আমাদের ৫
টি প্যাকেজ এর যেকোনোটি আপনি আপনার প্রিয়জনকে উপহার হিসেবে পাঠাতে পারবেন।
নিম্নে প্যাকেজের নাম এবং উপহার এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ
নিম্নে প্যাকেজের নাম এবং উপহার এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ
| Keyword | |
|---|---|
| ৭৫ এমবি | igift <space> 75mb<space> receiver’s no <space> senders name |
| ২৫০ এমবি | igift <space> 250mb<space> receiver’s no<space> senders name |
| ১ জিবি | igift <space> 1gb<space> receiver’s no<space> senders name |
| স্মার্ট প্ল্যান ২৯৯ | igift <space> sp299<space> receiver’s no<space> senders name |
| ৪ এমবি | igift <space> 4mb<space> receiver’s no<space> senders name igift <space> click<space> receiver’s no<space> senders name |
এছাড়াও যেকোনো সময় উপহার প্রদানের নিয়ম জানতে igift লিখে এস এম এস করুন 5000 নাম্বারে।
এই সেবার শর্তসমূহঃ- উপহার প্রদানকারীর ব্যালেন্স থেকে মূল্য চার্জ করা হবে এবং উপহার গ্রহণকারীর মোবাইলে প্যাকেজ চালু হয়ে যাবে।
- শুধুমাত্র পে এস ইউ গো গ্রাহকগণ এবং ইন্টারনেট ব্যাবহার করা হচ্ছেনা এসকল নাম্বারগুলো উপহার গ্রহণ করতে পারবে।
- গ্রাহকগণ নিজেদের একাউন্ট থেকে সরাসরি ইন্টারনেট প্যাকেজ উপহার পাঠাতে পারবেন।
- শুধুমাত্র “প্রি-পেইড টু প্রি-পেইড” এবং “পোস্টপেইড টু প্রি-পেইড” উপহার পাঠানো যাবে।
- পোস্টপেইড গ্রাহকগণ কোনো ইন্টারনেট প্যাকেজ উপহার হিসেবে গ্রহণ করতে পারবে না।
- বর্তমানে উল্লিখিত ৬ টি ছাড়া অন্য কোনো প্যাকেজ উপহার দেয়া যাবেনা।
- বিজনেস সল্যুশন পোস্টপেইড গ্রাহকগণ এই সেবার আওতাভুক্ত নয়।
- উপহার গ্রহণকারীর পক্ষ থেকে কোনো ধরনের কনফার্মেশনের প্রয়োজন নেই, সরাসরি অটোরিনিউ বন্ধের নিয়ম সহ এস এম এস চলে আসবে।


0 comments:
Post a Comment