অপ্রিয় একটি সত্যি, বিবেকের তাড়নায় লিখতে বসলামঃ
~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~ ~~~
বাচ্চা নষ্ট করার সব পদ্ধতিই এক ধরণের, লম্বা নল জরায়ুতে ঢুকিয়ে গর্ভের শিশুটিকে প্রথমে ক্ষত- বিক্ষত করা হয়। পরে ভ্যাকুয়াম সাকারের মাধ্যমে শিশুটিকে শুষে আনা হয়।
গর্ভপাতের সময়কার শিশুটির অব্যাক্ত বেদনা কারো কানে পৌঁছে না।
মানুষ নামের নরপশুর নির্মমতায় একটি নিষ্পাপ শিশু মৃত মাংসপিণ্ডে পরিণত হয়।
যেসব মা ক্ষণিকের সুখের জন্য নিজ গর্ভের সন্তানকে পাশবিকভাবে হত্যা করে
তাদের জন্য হৃদয় উগড়ে দেয়া সীমাহীন ঘৃণা।
Abortion জিনিস টা কি???
একটু পড়ে দেখুন হৃদয়হীন মানুষের হৃদয়েও কম্পনের সৃষ্টি হবার কথা
লেখাটা লিখতে গিয়ে কতবার যে হাত কেপেছে ! পড়ে দেখুন,নিজের বিবেকে নাড়া দেয় কি না !!??
প্রথম মাস**
হ্যালো মা.....!! কেমন আছো তুমি? জানো আমিএখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!!
কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।
দ্বিতীয় মাস**
মা,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি, তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে বাইরে আসার সময় এখনো হয়নি আমার,এখানেই উষ্ণ অনুভব করি খুব।
তৃতীয় মাস**
মা তুমি কি জানো আমি যে একটা মেয়ে? পরী পরী লাগবে আমাকে,আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে,তুমি মাঝে মাঝে কাঁদো কেনো মা?তুমি কাঁদলে আমারও কান্না পায়...
চতুর্থ মাস**
আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে মা, আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি, অনেক কিছুই করতে পারি।
পঞ্চম মাস**
মা তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে? কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি,তোমার কথা
ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।
ষষ্ঠ মাস**
মা আমি অনেক ব্যথা পাচ্ছি মা, ডক্টর সুঁচের মতো কি যেনো আমার শরীরে ঢুকাচ্ছে,ওদের থামতে বলো মা আমি তোমাকে ছেড়ে কথাও যাবোনা মা..
সপ্তম মাস**
মা কেমন আছো? আমি এখন স্বর্গে আছি,একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে,
এন্জেল বলেছে তোমাকে এবরশন করতে হয়েছে,
তুমি আমাকে কেনো চাওনি মা ?
আমি কি এতোটাই খারাপ??
;;;;; না বেবি তুমি খারাপ নও । তুমি নিষ্পাপ । পাপী হলাম আমরা । একটি মাকে যদি এ কারনে ১০০% দায়ী করা হয় ভুল হবে, এর পেছনে আরো জড়িত আছে আমাদের সমাজের কিছু অসাধু ডাক্তার, মহিলা ধাত্রী, অখ্যাত ডায়াগনস্টিক সেন্টারগুলি পাশাপাশি সেই সব অভিবাবক যারা তাদের ছেলে - মেয়েদের অবাধ স্বাধীনতায় ছেড়ে দিয়েছে, ফলে অবাধ যৌনতায় লিপ্ত হয়ে সমাজে লোক লজ্জার ভয়ে গর্ভপাত করছে । যাদের হাতে প্রতিনিয়ত খুন হচ্ছে মানব শিশু । দেশের কেউ খুন করে ধরা পড়ে খুনী প্রমানিত হলে ফাঁসির রায় হয়, ক্ষেত্রবিশেষে ফাঁসি কার্যকরও হয় । কিন্তু এই খুনীদের কি হবে ? এরাতো নিঃশব্দ ঘাতক ।
তবে "হ্যা" দুনিয়ার আদালত এদের সাজা দিতে না পারলেও, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামীনের আদালতে এরা কঠিনভাবে পাকড়াও হবে । সেদিন কোনো উকিল থাকবেনা, খুন হওয়া নিস্পাপ সন্তানটিকে আল্লাহ যখন জীবিত করে সাক্ষী হিসেবে দাড় করাবেন, যমীন সাক্ষী দেবে, খুনী পিতা - মাতার নিজের অঙ্গ- প্রত্তঙ্গও সেদিন সাক্ষ্য দেবে, কেরামান - কাতেবীন ফেরেশতাদ্বয় যেদিন লিখিত আমালনামা প্রমান হিসেবে পেশ করবে, সেদিন মহাপ্রভুর ন্যায় - নিষ্ঠ সুবিচার থেকে তারা নিস্তার পাবে কিভাবে ?ডাঃ মাহফুজা ফেরদৌস
~~~~~~~~~~~~~~~
বাচ্চা নষ্ট করার সব পদ্ধতিই এক ধরণের, লম্বা নল জরায়ুতে ঢুকিয়ে গর্ভের শিশুটিকে প্রথমে ক্ষত- বিক্ষত করা হয়। পরে ভ্যাকুয়াম সাকারের মাধ্যমে শিশুটিকে শুষে আনা হয়।
গর্ভপাতের সময়কার শিশুটির অব্যাক্ত বেদনা কারো কানে পৌঁছে না।
মানুষ নামের নরপশুর নির্মমতায় একটি নিষ্পাপ শিশু মৃত মাংসপিণ্ডে পরিণত হয়।
যেসব মা ক্ষণিকের সুখের জন্য নিজ গর্ভের সন্তানকে পাশবিকভাবে হত্যা করে
তাদের জন্য হৃদয় উগড়ে দেয়া সীমাহীন ঘৃণা।
Abortion জিনিস টা কি???
একটু পড়ে দেখুন হৃদয়হীন মানুষের হৃদয়েও কম্পনের সৃষ্টি হবার কথা
লেখাটা লিখতে গিয়ে কতবার যে হাত কেপেছে ! পড়ে দেখুন,নিজের বিবেকে নাড়া দেয় কি না !!??
প্রথম মাস**
হ্যালো মা.....!! কেমন আছো তুমি? জানো আমিএখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!!
কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।
দ্বিতীয় মাস**
মা,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি, তুমি আমাকে দেখলে এখন বেবি বলবে বাইরে আসার সময় এখনো হয়নি আমার,এখানেই উষ্ণ অনুভব করি খুব।
তৃতীয় মাস**
মা তুমি কি জানো আমি যে একটা মেয়ে? পরী পরী লাগবে আমাকে,আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে,তুমি মাঝে মাঝে কাঁদো কেনো মা?তুমি কাঁদলে আমারও কান্না পায়...
চতুর্থ মাস**
আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে মা, আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে পারি, অনেক কিছুই করতে পারি।
পঞ্চম মাস**
মা তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে? কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি,তোমার কথা
ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।
ষষ্ঠ মাস**
মা আমি অনেক ব্যথা পাচ্ছি মা, ডক্টর সুঁচের মতো কি যেনো আমার শরীরে ঢুকাচ্ছে,ওদের থামতে বলো মা আমি তোমাকে ছেড়ে কথাও যাবোনা মা..
সপ্তম মাস**
মা কেমন আছো? আমি এখন স্বর্গে আছি,একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে,
এন্জেল বলেছে তোমাকে এবরশন করতে হয়েছে,
তুমি আমাকে কেনো চাওনি মা ?
আমি কি এতোটাই খারাপ??
;;;;; না বেবি তুমি খারাপ নও । তুমি নিষ্পাপ । পাপী হলাম আমরা । একটি মাকে যদি এ কারনে ১০০% দায়ী করা হয় ভুল হবে, এর পেছনে আরো জড়িত আছে আমাদের সমাজের কিছু অসাধু ডাক্তার, মহিলা ধাত্রী, অখ্যাত ডায়াগনস্টিক সেন্টারগুলি পাশাপাশি সেই সব অভিবাবক যারা তাদের ছেলে - মেয়েদের অবাধ স্বাধীনতায় ছেড়ে দিয়েছে, ফলে অবাধ যৌনতায় লিপ্ত হয়ে সমাজে লোক লজ্জার ভয়ে গর্ভপাত করছে । যাদের হাতে প্রতিনিয়ত খুন হচ্ছে মানব শিশু । দেশের কেউ খুন করে ধরা পড়ে খুনী প্রমানিত হলে ফাঁসির রায় হয়, ক্ষেত্রবিশেষে ফাঁসি কার্যকরও হয় । কিন্তু এই খুনীদের কি হবে ? এরাতো নিঃশব্দ ঘাতক ।
তবে "হ্যা" দুনিয়ার আদালত এদের সাজা দিতে না পারলেও, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামীনের আদালতে এরা কঠিনভাবে পাকড়াও হবে । সেদিন কোনো উকিল থাকবেনা, খুন হওয়া নিস্পাপ সন্তানটিকে আল্লাহ যখন জীবিত করে সাক্ষী হিসেবে দাড় করাবেন, যমীন সাক্ষী দেবে, খুনী পিতা - মাতার নিজের অঙ্গ- প্রত্তঙ্গও সেদিন সাক্ষ্য দেবে, কেরামান - কাতেবীন ফেরেশতাদ্বয় যেদিন লিখিত আমালনামা প্রমান হিসেবে পেশ করবে, সেদিন মহাপ্রভুর ন্যায় - নিষ্ঠ সুবিচার থেকে তারা নিস্তার পাবে কিভাবে ?ডাঃ মাহফুজা ফেরদৌস
0 comments:
Post a Comment