:user: vai
Translate
Friday, May 22, 2015
দ্রুততম ইন্টারনেট ব্রাউজারের মধ্যে মজিলা ফায়ারফক্স একটি অন্যতম এবং জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার । কিন্তু ইহা লোড হওয়ার ক্ষেত্রে একটু বেশী সময় নেয় । আর এটার মূল কারণ হলো এর ডেটাবেজসমূহ ডিফ্রাগমেন্টেশন করা হয় না । আর এই কাজটি করে ছোট একটি ইউটিলিটি যার নাম “Speedyfox” । এটি দিয়ে অপটিমাইজেশন করলে আপনার প্রিয় ফায়ারফক্স ১০০% গতিসম্পন্ন হবে যার ফলে আপনি পাবেন সবেমাত্র ইনস্টল করা নতুন ও সতেজ ফায়ারফক্স ।
Speedyfox যেভাবে কাজ করে_______________________
ফায়ারফক্স-এর বিভিন্ন সেটিংস-এ SQLITE ডেটাবেজ ব্যবহার করে । আর বিভিন্ন সেটিংস এর সময় বিভিন্ন ধরনের ডেটাবেজ তৈরির হওয়ার ফলে ফায়ারফক্সের startup speed ও browsing speed কমে যায় । Speedyfox ইউটিলিটিটি কোন প্রকার ডেটা নষ্ট না করে ঐ ডেটাবেজসমূহকে নিরাপদে অপটিমাইজেশন করে । Speedyfox দ্বারা অপটিমাইজেশন করার পরে ডেটাসমূহের হ্রাসকৃত সাইজ নিচে দেখানো হলো-
Speedyfox দিয়ে যেভাবে কাজ করবেন ___________________
1. Speedyfox-এর আইকনে ডাবল ক্লিক করুন ।
2. Speedup My Firefox! – এ ক্লিক করুন ।
3. অপটিমাইজেশন শেষ হলে Exit করুন ।
(বি:দ্র: অপটিমাইজেশনের সময় ফায়ারফক্স বন্ধ রাখুন)
Speedyfox দিয়ে কখন কাজ করাবো_____________________
startup speed ও browsing speed-এর ভালো পারফরমেন্স পাওয়ার জন্য প্রতি সপ্তাহে একবার অপটিমাইজেশন করুন ।
Speedyfox-এর ডাউনলোড লিংক______________________
http://www.mediafire.com/?j5jidro2jqj
অথবা
http://www.multiupload.com/REFJ7EHGHW
Speedyfox-এর সাইজ______________
মাত্র ৩৫৭.৫ কিলোবাইট
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment