আজকে আমরা দেখবো কিভাবে ব্লগার ব্লগ এর Sitemap কে Submit করবেন। আপনার ব্লগ কে SEO করার জন্য Sitemap Submit করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ব্লগার Blogspot এর মাধ্যমে ব্লগ খুলেছেন,ব্লগে নিয়মিত পোস্ট করে যাচ্ছেন কিন্তু সেই পোস্টগুলো Google এ Search করলে খুজে পাচ্ছেন না । এর কারণ হল আপনার Site কে Sitemap Submit করেন নাই।
তাহলে আর দেরি না করে শুরু করে দেই কিভাবে Sitemap Submit করবেন ।
২. তারপর খালি জায়গায় আপনার সাইট এর ঠিকানা দিন।
৩. এবার Generate Sitemap এ click করুন।
৪.Sitemap হবার পর তারা কিছু Code দেখাবে ।প্রাপ্ত Code গুলো Copy করুন।
৫. এবার আপনার Blogger Dashboard এ যান।
৬.তারপর আপনার ব্লগ এর Settings এ যান।
৭. Search Preferences এ যান ।
৮. Custom
Robot Text এর Edit এ যান । এবার প্রাপ্ত Code গুলো past করে Save করে নিন।
ব্যস শেষ হয়ে গেল আপনার Blogger এর Sitemap Submit।এখন থেকে Google
Automatically আপনার Site এর Sitemap খুজে নিবে।
0 comments:
Post a Comment