:user: vai
www.itsomadhan.blogspot.com

Translate

Thursday, May 21, 2015






আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি Blogger Blog এ Account ওপেন করবেন এবং নিজের ব্লগ সাইট খুলবেন।



বর্তমান সময়ের সবচেয়ে বহুল ব্যবহৃত CMS সাইট হল Google এর blogger

আপনি ব্লগ তৈরী করতে পারবেন বিনা খরচে এর মাধ্যমে একটি website তৈরী করা যায়ব্লগার দিয়ে আপনি একটি Personal বা Official Blog তৈরী করতে পারবেন
Blogger Blog এর সুবিধা:
Blog থেকেই বিপুল পরিমাণ টাকা উপার্জন করা যায় Blogger Blog Adsence,Chitika,Amazan,E-bay ইত্যাদি সহ অন্যান্য অ্যাফিলিয়েট লিংক,বিজ্ঞাপন ব্যবহার করে এছাড়া আরো অনেক কাজ করে আপনি টাকা উপার্জন করতে পারেনবিনামূল্য Blogging এর জন্য Wordpress এবং Bloger হল জনপ্রিয় এদের মধ্যে wordprees বিজ্ঞাপন ব্যবহার করা যায় না কিন্তু Blogger বিজ্ঞাপন ব্যবহার করা যায়এছাড়া Blogger এর  জন্য অনেক Theme এবং widget  পাওয়া যায় যা আপনার Blog কে অসেক সুন্দর করে তুলবেএটিকে খুব সহজেই Edit করা যায়এটি SEO ফ্রেন্ডলি
এবার আর কথা না বাড়াই আমরা আমদের আসল কাজে চলে যায়
. প্রথমে আপনার Google এর Gmail Account অবশ্যই থাকতে হবেযদি না থাকে তাহলে Blogger Blog খুলতে পারবেন না
.তারপর www.blogger.com যাবেন
 

. সেখানে আপনি আপনার gmail id এবং password দিয়ে sign in করুন
.  তারপর আপনি নিচের চিত্রের মত দেখতে পারবেন।

৫. আর লাল চিহ্নিত অংশটির মধ্যে ১ নং টি হল “ব্লগার ব্লগে অবিরত রাখুন”।
                  ২য় অংশটি হল “ভাষা পরিবর্তন”
আপনি চাইলে বাংলা /ইংরেজী বা অন্যান্য ভাষা পরিবর্তন করে নিতে পারবেন।
৬. আপনি “ব্লগার ব্লগে অবিরত রাখুন” এই অংশে Click করুন।
৭. তারপর আপনি নিচের চিত্রের মত এই অংশটি দেখতে পারবেন।
৮. এরপর লাল চিহ্নিত অংশ “নতুন ব্লগ” এ Click করুন।
৯. নতুন ব্লগে click করার পর নিচের page টি আসবে।

১০. এখানে “শিরোনাম/TITLE” অংশে আপনি আপনার ব্লগের শিরোনাম বা নাম দিবেন। আর  ঠিকানা/URL অংশে আপনি আপনার WEB এর ঠিকানা দিন। । এরপর সেখান থেকে একটি Templete/Design পছন্দ করুন।
তারপর “ব্লগ তৈরী করুন/Create Blog” এই অংশে click করুন।
১১. তারপর নিচের চিত্রের মত একটি page আসবে।
   


১২. “View Blog” এ click করলে আপনি আপনার তৈরীকৃত Blog টি দেখতে পারবেন।
১৩. কলমের মত একটি চিহ্ন দেখতাছেন এই অংশে click করলে আপনি আপনার Blog এ নতুন post করতে পারবেন।
১৪. এরপর আরেকটি অংশ আছে post list। এই অংশে অনেকগুলো option দেখতে পারবেন। Overview,Posts,Pages,Comments,Layout,Earning,Templete,Setting, Google+,States……


Overview: এই অংশের কাজ হল মোট কতজন ভিজিটর আসল বা কতজন ভিজিট করল,কত page view হয়েছে এখান থেকে তা জানা যায় এবং দেখা যায়।
Posts:এই অংশের কাজ হল। এখান থেকে সকল post একসাথে দেখা যায়।post Edit, Delete,Update করা যায়। কতগুলো post Published হয়েছে সেটি দেখতে পারবেন।
Pages: এখান থেকে সকল Page গুলো দেখা যায় এবং নতুন Page তৈরী করা যায়।
Stats: এখান থেকে সর্ম্পূণ ভিজিটর এর তথ্য দেখতে পারবেন।।।
Layout: এর কাজ হল ব্লগে নতুন কিছু যোগ করা বা বাদ দেয়া।।।
Templete:  এখানে Theme/Templete Upload দেয়া । এছাড়া এর ভিতর বিভিন্ন কাজ করা যায়।।।
Settings: এর কাজ হল আপনার ব্লগের সর্ম্পূণ কিছু এখানে নিয়নত্রণ করা যায়।।।
ব্যাস হয়ে গেলো আপনার Blogger Blog . . .
 তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কিছু নিয়ে
আর হ্যাঁ আমার এই পোস্টে কোন  রকম ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আমি যথাসাধ্য আপনাদের এই পোস্টে বোঝানোর চেষ্টা করেছি  , কিন্তু তাও যদি কার কোন প্রশ্ন থাকে তা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ

0 comments:

Post a Comment

Popular Posts

Pomot Your Website & Facebook Fun Page Contact me +8801914656495

ফেসবুকে আমাদের সাথে থাকুন

আপনে কি সিসি টিভি লাগার কথা ভাবতিছেন??বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করুন!

SCIENTIFIC CALCULATOR

powered by calculator.net

Only call Argent +8801914656495

Powered by Blogger.

Ad heare

cc

Featured Posts

Our facebook Page