আইপি
হচ্ছে একটি ঠিকানা । এটি সকল ইন্টারনেট ব্যাবহার কারীর থাকে । এমনকি
আপনারও আছে । এখন এই ঠিকানার মাধ্যমে আপনাকে খুব সহজে খুজে বের করা সম্ভব ।
তাই আমরা আমাদের সিকিউরিটির জন্য আইপি হাইড করে নিবো । এখানে আমি কিভাবে
আইপি হাইড করতে হবে তা নিয়ে আলোচনা করবো । আশা করি আপনাদের বুঝতে সমস্যা
হবে না।
এবার Choose IP country থেকে India সিলেক্ট করে নিন, আপনি চাইলে আপনার ইচ্ছে মতন দেশ পছন্দ করতে পারবেন।
Platinum Hide IP – এটি দিয়ে আইপি মোটামুটি ভালই হাইড হয় । আমি নিজে ব্যাবহার করে তারপর বলছি । তবে মাঝে মাঝে সফটওয়্যার টি হেং করে ।
তবে এটি আমার কম্পিউটার এর সমস্যাও হতে পারে । আশা করি আপনাদের কোন সমস্যা হবে না ।
তবে এটি আমার কম্পিউটার এর সমস্যাও হতে পারে । আশা করি আপনাদের কোন সমস্যা হবে না ।
প্রথমে এটি ডাউনলোড করে নিন । Download
ইন্সটল প্রক্রিয়া
দেখবেন আপনার আইপি ইন্ডিয়ার আইপি তে পরিবর্তন হয়ে গেছে ।
এবার google.com এ গিয়ে দেখুন আপনার স্পিড ঠিক আছে কিনা ।
যদি কোন সমস্যা হয় তবে Stop Hide দিয়ে আবার Hide IP দিন ।
এবার আবার চেস্টা করুন । যদি কোন সমস্যা না হয় তবে সফটওয়্যার টি মিনিমাইজ করে রাখুন ।
0 comments:
Post a Comment