এখনও পর্যন্ত ২০১৪ সাল আছে আর কয়েক ঘণ্টা বাদে ২০১৪ সাল চলে যাবে তো দুঃখ করে লাভ নেয় আবার একটা নতুন সাল আসছেতো ২০১৫ তো সেটার কথা ভেবে আমার আজকের টিউটোরিয়াল।
আমি আজকে আজের টিউটোরিয়ালে বলব কিভাবে আপনি আপনার ফটো লাইটিং দিয়ে সাজিয়ে দেবেন।
তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়াল শুরু করি।
তো আপনাকে প্রথমে একটা ছোটো কাজ করতে হবে সেটা হল যে একটা ছোটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটা খুব ছোটো এবং খুব কম এম্বির।
এটা ডাউনলোড করে ইন্সটল করুন তার পর আমি বলছি…
আপনি এটাকে এই ভাবে ইন্সটল করুণ…
…তার পর আপনার কম্পিউটারে ড্রাম লাইট ফটো ইডিটর ওপেন হয়ে যাবে তার পর আপনি আপনার ফটো ইডিট করুন এই ভাবে….
প্রথমে আপনি আপনার ফটো নেবার জন্য ওপেনএ ক্লিক করুন তার পর আপনি আপনার ফটো নিয়েনিন তার পর এডিট করা শুরু করুন,
এটা খুব ভালো আর খুব সহজ এটা করতে আপনার কনো বিধা বধ হবেনা ।
তো দেখাজাক কিভাবে আমরা ফটো ইডিট করব …
প্রথম থেকে শুরু করে ১৫ টা ওপসান আছে । প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন দেখবেন খুব সুন্দর লাইটিং আছে …
নিচের থেকে একটাকে সিলেক্ট করুন তার পর এপলায় করুন দেখবেন একটা সুন্দর লাইট ফটো তৈরি হবে। তার পর উপরে দেখবেন সেভ লেখা আছে তো সেটাতে ক্লিক করুন আর সেভ করুন তার পর আপনার লাইটিং ফটো তৈরি হয়ে যাবে। আশাকরি সবাই পারবেন কনো সমস্যা হলে মন্তব্য করুন আমি ঠিক করে দেবো। আজকের মতন এখানেই শেষ করছি।
0 comments:
Post a Comment