জকে আমি জনপ্রিয় কয়েকটি অনলাইন ফটো ইফেক্ট নিয়ে হাজির হয়েছি। আশাকরি আপনারা উপকৃত হবেন।
আমরা জানি ফটো ইডিট করার জন্য মোবাইল ও কম্পিউটারে হাজারো সফটওয়্যার রয়েছে।
যেমনঃ এডোবি ফটোশপ, ইলাসট্রেটর ইত্যাদি। বিশ্বজুড়ে এদের সুনাম সবারই
জানা। এগুলো দিয়ে ফটো ইডিট বা ইফেক্ট ইত্যাদি করা যায় ঠিক, কিন্তু যাদের
মোবাইল বা পিসিতে ফটো ইডিটের সফটওয়্যার নেই তারা কি করবেন? তারা কি হা করে
তাকিয়ে থাকবেন? আপনাকে আর হা করে তাকিয়ে থাকতে হবে না। এবার আপনিও আপনার
মোবাইল বা পিসি থেকে কোনো রকম সফটওয়্যার ছাড়াই ফটোতে মজার মজার ইফেক্ট যোগ
করতে পারবেন। আজকের টিউনের আপনাদের সাথে কয়েকটি ফটো ইডিট করার সাইট পরিচয়
করিয়ে দিবো। যেগুলো দিয়ে আপনি ফটো ইডিট করা, ফটোতে ইফেক্ট যোগ করা ইত্যাদি
করতে পাবেন। চলুন সাইট গুলো দেখে নেইঃ
Photo Funia: ফটোফানিয়া হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন ফটো
ইডিটিং সাইট। এর সাহায্যে আপনি ৪২০ টিরও বেশি ফটো ইফেক্ট যোগ করতে পারবেন।
এজন্য প্রথমে
photofunia.com এ প্রবেশ
করুন। তারপর ৪২০টি ফটো ইফেক্ট এর লিষ্ট দেখতে পাবেন (তবে আপনার মোবাইল বা
পিসিতে কম আসতে পারে)। এবার এখান থেকে যে ইফেক্ট টি আপনার পছন্দ হবে,
সেটিতে ক্লিক করুন। এবার আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার একটি ফটো আপলোড
করুন। এবার দেখুন চমৎকার ভাবে এটি সেই ফটো ইফেক্টে পরিণত হয়ে গেছে।
BeFunky.Com: বিফানকী হচ্ছে অন্যতম জনপ্রিয় একটি ফটো ইডিট করার সাইট। এখানে আপনি ২০০ টি চমৎকার ফটো ইফেক্ট আপনার ফটোতে যোগ করতে পাবেন।
Rollip.Com: রলিপ হচ্ছে আরেকটি ফটো ইডিট সাইট। ২৫০টিরও বেশি ফটো ইফেক্ট এখানে পাবেন।
Fotor.Com: ফটোর হচ্ছে জনপ্রিয় অনলাইন ফটো ইফেক্ট করার সাইট। বলতে
গেলে ফটোফানিয়ার পরে এটির অবস্থান। এত আপনি ৪০০+ ফটো ইফেক্ট পাবেন। চমৎকার
সব ইফেক্ট এখানে রয়েছে।
আশা করছি এই সব সাইটে গিয়ে, আপনি মনকাড়া সব ইফেক্ট ব্যবহার করে আপনার ফটোকে
চমৎকারভাবে ফুটিয়ে তুলবেন। আজ এ পর্যন্তই, আগামীতে ভালো কিছু নিয়ে হাজির
হবো।
:user: vai
Translate
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment