যা করতে হবেঃ
সাধারন ব্রাউজার দিয়ে ডিপ ওয়েবে ঢুকতে পারবেন না। এজন্য লাগবে টর বলে একটা ব্রাউজার। যেটা অনলাইনে আপনাকে লুকিয়ে ফেলবে। আপনি কে, বা কোথা থেকে ব্রাউজ করতেছেন তা জানা যাবে না সাধারন ভাবে, তবে হ্যা, নাসা বা আমেরিকার ক্ষতি করতে গেলে তারা আপনারে দোজখ থেকেও খুজে বের করার ক্ষমতা রাখে, এটা মনে রাখবেন ।সো চলে যান Tor এর সাইটে , লিঙ্ক ঃ https://www.torproject.org/download/download.html.en
ডাউনলোড করে ফেলেন, বেশী বড় না ফাইল টা । ২৫ মেগাবাইটের মত।
এবার ইনস্টল দেন কোন একটা ফোল্ডারে। সাবধানতা সরুপ c ড্রাইভ বাদ দিয়ে অন্য কোথাও । সেই ফোল্ডারে যেয়ে টর ব্রাউজার টা ওপেন করেন। এবার টর কিছুক্ষন সময় নিবে নিজের নেটয়ার্কে আপনাকে কানেক্ট করতে, একটু ধৈর্য ধরেন।
হয়ে গেলে সাকসেস পেইজ দেখতে পাবেন।
ব্যাস, আপনি এবার রেডী অন্ধকার জগতে পা রাখার জন্য। এবার আমি কি বলি মন দিয়া দেখেন
।
- কোন কিছুই, Pdf , ভিডিও, ওডিও ফাইল রে ডাউনলোড দিবেন না।
- হার্ড ক্যান্ডি, পর্ন এ ধরনের কোন বিজ্ঞাপনে ক্লিক করবেন না, ভয়ানক কিছু ভাইরাস থাকে। তার উপরে এগুলো লিগাল না।
- কোথাও আপনার মেইল বা কোন তথ্য চাইলে দেবেন না।
- খুব দরকার হলে একটা ভুয়া মেইল খুলে রাখেন।
- ড্রাগ বা অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন যায়গা গুলো থেকে দূরে থাকবেন। এগুলোর উপর নজর রাখা হয়।
শুরুতে একটা সার্চ ইঞ্জিন দিলাম , এখানে সার্চ করে কিছু পাইতে পারেন।
http://xmh57jrzrnw6insl.onion/ এটা একটা টর সার্চ ইঞ্জিন।
আরেক টা জিনিষ শেয়ার করি, DOXBIN - Post Dox এটা একটা ওপেন আর্টিকেল ডাইরেক্টরী। ঢুকে Bangladesh লিখে সার্চ করে হোচট খাইছি।
0 comments:
Post a Comment