সংক্ষেপে বলা যায় এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট অপারেটিং সিস্টেমের যে কোন ফাইল বা সফটওয়ারের পরিবর্তন, সংশোধন বা সংযোজন করার ক্ষমতাই হল রুট। সাধারনত এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট সফটওয়ার, ফন্ট, রিংটোন এবং অপারেটিং সিস্টেমের কোন ফাইল পরিবর্তন বা ডিলিট করা যায় না। কিন্তু রুট করার মাধ্যমে আপনি আপনার মোবাইল ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ মোবাইলে রুট পারমিশন থাকলে আপনার মোবাইল আপনার ইচ্ছায় যে কোন ভাবে সাজিয়ে নিতে পারেন। রুট পারমিশন থাকা মানে আপনার মোবাইলের সকল ক্ষমতা আপনার হাতে।
www.itsomadhan.blogspot.com
- রুট এর সুবিধাগুলো?
- একঘেয়ে আর সাদাসিধে ফন্ট পরিবর্তন করে পছন্দের যে কোন স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন।
- মোবাইলের কিছু লুকানো ফিচার থাকে সেগুলো আনলক করতে পারবেন।
- বিরক্তিকর ডিফল্ট কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া আনইনস্টল করা যায় না।
- অতি প্রয়োজনীয় কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া ইনস্টল করা যায় না।
- অনাকাঙ্খিত সকল অ্যাপ মুছে ফেলার মাধ্যমে খালি হবে র্যাম, মোবাইল হবে ফাস্ট আর দীর্ঘ হবে ব্যাটারীর আয়ু।
- কিছু কিছু সেন্সর আর ফিচার হবে আরো শক্তিশালী যেমন, ফ্লাশলাইটের আলো, লাউড সাউন্ড, নেটওয়ার্ক সিগনাল, ব্যাটারী লাইফ ইত্যাদি।
- বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করতে পারবেন।
- ডাটা কানেকশন কন্ট্রোলের মাধ্যমে ডাটা অপচয় রোধ করতে পারবেন।
- আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি কাস্টম রম ইনস্টল করে উন্নত যে কোন ব্রান্ডের মোবাইলের স্বাদ নিতে পারবেন।
আজ এ পর্যন্তই। কোন ভুল হলে অভিজ্ঞরা ধরিয়ে দিবেন। এন্ড্রয়েট রুট ও কাস্টম রম এর সুবিধা এবং ব্যবহার নিয়ে বিস্তারিত টিউন আসছে…
আই-টি সমাধানের সাথেই থাকুন ! ধন্যবাদ............
0 comments:
Post a Comment