
উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন জিমি ওয়েলস এবং লেরি সাঙ্গার ২০০১ সালের ১৫ জানুয়ারি। সেই থেকে অধিক জনপ্রিয় হয়ে উঠে এই অলাভজনক ডাটা সেন্টারের। উইকিপিডিয়া ৩০ মিলিয়ন আর্টিকেল যা ২৮৬ ভাষায় ভাষান্তর করা। লাখ লাখ ভলেন্টিয়ার লেখক এবং প্রায় ৪০০ মিলিয়ন পাঠক নিয়ে এই উইকিপিডিয়ার অনলাইন ডায়েরী। সেহেতু এই উইকিপিডিয়াকে ভার্চুয়াল চরিত্রের মানদণ্ড ধরে অনেকে। আর তারই পথ ধরে আজ আমরা জানবো উয়িকিপিডিয়ার সবথেকে জনপ্রিয় ১০ ব্যক্তি সম্পর্কে।
ভার্চুয়াল জগতে সবথেকে জনপ্রিয় ১০ ব্যক্তিঃ
১০) এডলফ হিটলার
এডলফ হিটলার
জার্মানের এই বিখ্যাত নেতা এবং বিশ্বখ্যাত রাজনীতিবিদ, নাজি পার্টির অন্যতম নেতা এডলফ হিটলার উইকিপিডিয়াতে আছেন জনপ্রিয় ব্যক্তির ১০ নাম্বারে। তিনি ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। ১৯৪৫ সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল সে রকম একটা সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি ফিউরারবাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন।
৯) রিহানা

রিহানা
গায়ক, অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার রিহানা আছেন উইকিপিডিয়ার এই জনপ্রিয়তার এই লিস্টে ৯ নাম্বারে। তিনি সেইন্ট মাইকেল, বার্বাডোসে জন্ম গ্রহণ করেন। রিহানা বর্তমানে নিউ-ইয়র্কে বসবাস করছেন।
৮) এমিনেমঃ

এমিনেম
মার্শাল ব্রুস ম্যাদারস ৩ যিনি এমিনেম নামে বেশি পরিচিত। তিনি একজন আমেরিকান রাপার, রেকর্ড প্রযোজক, গীতিকার এবং অভিনেতা।
৭) অ্যাডেলেঃ

অ্যাডেলে
অ্যাডেলে লুরে ব্লু অ্যাডকিন্স আছেন এই জনপ্রিতার লিস্টে ৭ নাম্বারে। যিনি অ্যাডেলে নামে আমাদের কাছে বেশি পরিচিত। অ্যাডেলে একজন ইংলিশ গায়িকা, গীতিকার, মিউজিশিয়ান।
৬) জাস্টিন বিবারঃ

জাস্টিন বিবার
জাস্টিন ড্রিউ বিবার একজন ক্যানাডিয়ান পপ সজ্ঞিত শিল্পী। বিবার অভিনেতা, শিল্পী এবং মিউজিশিয়ান হিসেবেও অধিক পরিচিত। বিবার প্রথম ২০০৮ সালে ইউটিউব একটি ভিডিও এর মাধ্যমে জনপ্রিয় হয়র উঠেন। স্কুটার ব্রাউন নামে অ্যামেরিকান ট্যালেন্ট ম্যানেজার বিবারকে আবিস্কার করেন, বর্তমানে তিনি বিবারের ম্যানেজার হিসাবে আছেন।
৫) নিচকি মিনাজঃ

নিচকি মিনাজ
অনিকা তারাজ মারাজ খুব বেশি জনপ্রিয় নিচকি মিনাজ নামে। ত্রিনিদাদের জন্ম গ্রহণকারী এই আমেরিকান রাপার, গায়ক, গীতিকার, অভিনেত্রী, ও টেলিভিশন ব্যক্তিত্ব আছেন ৫ নাম্বারে।
৪) মিট রমণীঃ

মিট রমণী
অ্যামেরিকান ব্যবসায়ী এবং রাজনীতিবিদ উলিয়ারড মিট রমণী, যিনি মাসাচুয়েটের ৭০ তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। তিনি ২০১২ সালে রিপাবলিক থেকে প্রেসিডেন্ট হিসেবে লড়েছিলেন। তিনি এখনও মানুষের কাছে জানার বিষয় হিসেবে আছেন।
৩) গাংনাম স্টাইলঃ

গাংনাম স্টাইল
Gangnam স্টাইল দক্ষিণ কোরিয়ার গায়ক Psy পপ একক। গানটি তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম Psy 6 (ছয় বিধি), পার্ট 1 এর নেতৃত্ব একক হিসাবে জুলাই 2012 সালে মুক্তি পায় এবং দক্ষিণ কোরিয়া এর গাঁও চার্ট সংখ্যা এক সময়ে আত্মপ্রকাশ করেন। ডিসেম্বর 21, 2012, "Gangnam স্টাইল" এক বিলিয়নের পৌঁছানোর প্রথম YouTube ভিডিও। খুব জনপ্রিয় হয়ে উঠে এই গান।
২) বারাক ওবামাঃ

বারাক ওবামা
যিনি ২য় স্থানে আছেন এই লিস্টে তিনি আর কেউ নন বারাক ওবামা। বারাক ওবামা অ্যামেরিকার ৪৪ তম এবং বর্তমান প্রেসিডেন্ট। বারাক হোসেন ওবামা প্রথম আফ্রিকান অ্যামেরিকান যিনি এই পদে আছেন, তাও ২ বারের জন্য।
১) হুইটনি হিউস্টন/ হাস্টনঃ

হুইটনি হিউস্টন
তালিকার শীর্ষে একজন আমেরিকান রেকর্ডিং শিল্পী, অভিনেত্রী, প্রযোজক, এবং মডেল, হুইটনি এলিজাবেথ হিউস্টন। যিনি 2009 সালে গীনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। সব সময় সবচেয়ে ভূষিত মহিলা হিসাবে তার নাম আসে। তিনি ফেব্রুয়ারি 11, 2012 হৃদরোগ এবং অত্যধিক কোকেন ব্যবহারে মারা যান।
0 comments:
Post a Comment