অনেক সময় আমরা নানারকম .zip ফাইল ডাউনলোড করার পর দেখতে পাই যে ওটা পাসওয়ার্ড দিয়ে লক করা, তারপর আমাদের মন খারাপ হতে বাধ্য।
কিন্তু আমি থাকতে মন খারাপ করার কোনও দরকার নেই।
এখন থেকে আপনি ঐ লক করা ফাইলটার
পাসওয়ার্ড ভাঙতে পারবেন।
কিভাবে?
তার জন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যাবহার করতে হবে।
কোথায় পাবেন সফটওয়্যার টি?
এখানেই পাবেন, নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।
ডাউনলোড করার পর এই সফটওয়্যারটা ওপেন করুন।
ওপেন করলে আপনি নিজেই সব বুঝতে পারবেন।
তবুও আপনাকে একটু বলেই দিচ্ছি।
এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, পাসওয়ার্ড ভাঙতে হলে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড উইজারড অপসান টা সিলেক্ট করতে হবে।
এবার এখানে যে অপসান গুলো আছে, সেগুলো সব মার্ক করে দেবেন।এবার অপেক্ষা করার পালা।
কঠিন পাস হলে একটু বেশি দেরি হতে পারে।
এমনকি সব পাসওয়ার্ড ক্র্যাক নাও হতে পারে, সেরকম হলে আমি কিন্তু তারজন্য দায়ি নই।
মনে রাখবেন…
সফটওয়্যার ডাউনলোড করার পর অ্যান্টিভাইরাস অফ করে রাখবেন।
নাহলে এটাকে ডিলেট করে দিতে পারে।
0 comments:
Post a Comment